প্রায় তিনশো পরিবারকে চিঠি, দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ

dinhata



দিনহাটা: 

দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ বাস্তু উচ্ছেদ বিরোধী ও রাস্তা বাঁচাও যৌথ মঞ্চের। বুধবার দুপুর আড়াইটে থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

প্রসঙ্গত অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনহাটা রেলস্টেশন সহ গোটা চত্বরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল দপ্তর।

ইতিমধ্যে রেলের জায়গা সম্প্রসারণ এর জন্য উদ্যোগী হয়েছে রেল দপ্তর,তাই রেলের জমিতে থাকা প্রায় তিনশো পরিবারকে রেল দপ্তরের সঙ্গে দেখা করার কথা বলতেই পরিবারগুলি ভয় পেয়ে যায়। সেই কারণে আজ তারা দিনহাটা রেলস্টেশন চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং পরবর্তীতে আগামী শনিবার রেলের আধিকারিকের নিকট ডেপুটেশন পত্র জমা দেবেন বলেও জানা যায়।

তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তারা এই জমিতে বসবাস করছে এখন হটাৎ করে রেলদপ্তর উঠে যেতে বললে তারা কোথায় যাবে। পাশাপাশি পুনর্বাসনের আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে।