Rashid Khan Demise: চিরতরে চলে গেলেন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান

Rashid Khan Demise


চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী উস্তাদ খান। মঙ্গলবার দুপুর ৩.৪৫ নাগাদ ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি তিনি। আজ অবস্থার অবনতি হতে থাকে। শেষমেষ নিঃস্তব্ধ হয়ে গেল সুরেলা কণ্ঠ।



গত ২২ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। আজ সকাল থেকে অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। ভোররাতেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে। আজ, দুপুর ৩টে ৪৫ মিনিটে প্রয়াত হন তিনি। কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী রাশিদ খান।



সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি ভাবতে পারছি না রাশিদ আর নেই। খুব খারাপ লাগছে।'



১৯৬৮ সালের ১ জুলাই, উত্তরপ্রদেশের বদায়ুঁতে জন্ম। চার বছর বয়সেই বাবার সঙ্গে যান উস্তাদ নিসার হুসেন খানের কাছে। ১১ বছর বয়সে প্রথম কনসার্ট। আর তাতেই তাক লাগিয়ে দেন তিনি। ১৪ বছর বয়সে কলকাতায় আসেন রাশিদ খান। আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে শুরু হয় সঙ্গীতের পাঠ। পদ্মশ্রী, পদ্মভূষণ, সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান তিনি।