Mamata Banerjee: মোয়ার হাব তৈরির ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee


সাগর সফর সেরে মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভায় যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরের মোয়া GI তকমা পেয়েছে বলে জানিয়ে জয়নগর থেকেই মোয়া হাব গড়ার ঘোষনা দিলেন তিনি। সব ধরনের মোয়া যাতে এক জায়গা থেকেই কিনতে পাওয়া যায় তাই উদ্যোগ বলেও জানান মুখ্যমন্ত্রী।




জয়নগরের মোয়ার প্রশংসা করে তিনি জানান, জয়নগরের বিধায়ক তাঁকে প্রচুর মোয়া পাঠান। মোটা হবেন বলে তিনি নিজে সেগুলি খেতে পারেন না। তাই অন্যদের দিয়ে দেন। বারুইপুর থেকে ফলও যায় তাঁর কাছে। তিনি তা সবই দিয়ে দেন বলে জানান। তিনি আরো জানান, তিনি সকালে শুধু চা আর সামান্য খান, তার পর রাতের খাবার খান।




জয়নগরের মোয়া GI পণ্যের শিরোপা পেয়েছে আর তাই কারিগরদের অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান "জয়নগরে একটা মোয়ার হাব তৈরি করছি ২.৫ কোটি টাকা। এর ফলে যত মোয়া, সব এক জায়গা থেকে পেয়ে যাবেন আপনারা।"




জায়গা বিশেষে বিখ্যাত পণ্যগুলিকে ভৌগলিক ভাবে চিহ্নিকরণকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI বলে। বাংলা-সহ গোটা দেশের এমন একাধিক পণ্য রয়েছে, যেগুলি একটি বিশেষ অঞ্চলেই তৈরি হয় এবং সেখানকার পণ্য হিসেবেই খ্যাতি। সেই তালিকায় রয়েছে জয়নগরের মোয়াও।