Latest News

6/recent/ticker-posts

Ad Code

Job Update: ৭ হাজারেরও বেশি শুন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য, মন্ত্রীসভায় মিললো অনুমোদন

৭ হাজারেরও বেশি শুন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য, মন্ত্রীসভায় মিললো অনুমোদন

Mamata Banerjee


৭ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য। সূত্রের খবর, রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্যপদ পূরণ করতে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হবে বলে খবর। নবান্ন সূত্রে খবর, রাজ্য পঞ্চায়েত স্তরে কয়েক হাজার শূন্যপদ আছে। সেই শূন্যপদ পূরণের জন্য রাজ্য মন্ত্রী সভায় ৭২০০ শূন্যপদে নিয়োগের অনুমোদন মিলেছে। খুব শীঘ্রই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য।



দিন কয়েক আগে স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিব বদল হয়েছে। তারপর বৃহস্পতিবার প্রথম নতুন বছরের মন্ত্রীসভার বৈঠক বসে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিয়োগ ও কর্মসংস্থান নিয়ে একাধিক সিদ্ধান্তের খবর পাওয়া যাচ্ছে সূত্রের মারফত। হাওড়ায় নতুন হোসিয়ারি ইউনিট খোলার বিষয়েও সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মেটিয়াবুরুজে হচ্ছে টেক্সটাইল হাব। এমনটাই খবর।



রাজ্য সরকার সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েতে মোট ৬,৬৫২ জনকে নিয়োগ করা হবে। আর পঞ্চায়েত সমিতিতে শূন্যপদের সংখ্যা ৫৬৪। অর্থাৎ সবমিলিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদকে মোট ৭,২১৬ জনকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code