Madhyamik History Suggestion 2024: মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ 

Madhyamik History Suggestion 2024


মাধ্যমিক ইতিহাস ২০২৪ পরীক্ষার জন্য সবার আগে বুঝে নিতে হবে কোন অধ্যায় থেকে কি কি মানের প্রশ্ন থাকে। তাহলেই খুব সহজে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া যাবে।

প্রথম অধ্যায়: ‘ইতিহাসের ধারণা’ থেকে ১ নম্বরের দুইটি MCQ, ১ নম্বরের ২ টি SAQ এবং ২ নম্বরের ২ টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে।

দ্বিতীয় অধ্যায়: ‘সংস্কার: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে MCQ ৩ টি, SAQ ৩ টি এবং ২ নম্বরের ২ টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে।

(৪ নম্বরের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে 2 টি আসবে)

তৃতীয় অধ্যায়: ‘প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে MCQ ২ টি, SAQ ৩ টি এবং ২ নম্বরের ২ টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে।

(৮ নম্বরের ব্যাখ্যামূল মূলক প্রশ্ন দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে ১ টি আসবে)

চতুর্থ অধ্যায়: ‘সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে ১ নম্বরের ৩ টি MCQ, ১ নম্বরের ৩ টি SAQ এবং ২ নম্বরে ২ টি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসবে।

(৪ নম্বরের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে ২ টি আসবে)

পঞ্চম অধ্যায়: ‘বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকে প্রথম ভাগ)’ থেকে ১ নম্বরের দুইটি MCQ, ১ নম্বরের ২ টি SAQ এবং ২ নম্বরের ২ টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে।

(৮ নম্বরের ব্যাখ্যামূল মূলক প্রশ্ন চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে ১ টি আসবে)

ষষ্ঠ অধ্যায়: ‘বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে MCQ ৩ টি, SAQ ৩ টি এবং ২ নম্বরের ২ টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে।

(৪ নম্বরের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে ২ টি আসবে)

সপ্তম অধ্যায়: ‘বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ থেকে MCQ ৩ টি, SAQ ৩ টি এবং ২ নম্বরের ২ টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে।

(৮ নম্বরের ব্যাখ্যামূল মূলক প্রশ্ন ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে ১ টি আসবে)

অষ্টম অধ্যায়: ‘উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব’ থেকে ১ নম্বরের MCQ ২ টি, ১ নম্বরের ১ টি SAQ এবং ২ নম্বরে ২ টি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসবে।

(৪ নম্বরের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে ২ টি আসবে)

Madhyamik History Suggestion 2024

২ নম্বরের প্রশ্ন

১। চৌরিচৌরা ঘটনা কি ?

২। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন ?

৩। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ?

৪। কার্লাইল সার্কুলার কি ?

৫। উডের ডেসপ্যাচ কি ?

৬। সভা সমিতির যুগ কাকে বলে ?

৭। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন ?

৮। নিম্নবর্গের ইতিহাস কি ?

৯। বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা করা যেত ?

১০। দলিত কাদের বলা হয় ?

১১। মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা কর।

১২। টীকা লেখ: ভারতসভা।

টীকা লেখ: 

  • জাতীয় শিক্ষা পরিষদ।
  • তেভাগা আন্দোলন।

১৩। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন ?

১৪। খোদা-ই-খিদমতগার কি ?

১৫। রসিদ আলী দিবস কি ?

১৬। ভারতে শিক্ষার ইতিহাসে ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কি ?

১৭। ওয়াহাবি আন্দোলনের দুটি গুরুত্ব লেখো।

১৮। হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ?

১৯। একা আন্দোলন সম্পর্কে লেখ।

২০। অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল?

২১। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির আসল উদ্দেশ্য কি ছিল ?

২২। বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্তদেবের ভূমিকা কি ছিল ?

২৩। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল?

২৪। তিনকাঠিয়া ব্যবস্থা কি ?

২৫। চার্লস উইল কিনস কে ছিলেন ?


Madhyamik History Suggestion 2024

৪ নম্বরের প্রশ্ন

১। আধুনিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য লেখো।

২। খেলাধুলার ইতিহাসচর্চা সম্পর্কে একটি টীকা লেখো।

৩। নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো।

৪। আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ।

৫। "উডের নির্দেশনামাকে" (১৮৫৪) এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন?

৬। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ নিয়ে একটি টিকা লেখো।

৭। প্রাশ্চাত্য শিক্ষাবিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো।

৮। শ্রীরামকৃষ্ণ সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শ কীভাবে তুলে ধরেছিল ?

৯। ছাপাখানা প্রসারে শ্রীরামপুর মিশনের অবদান লেখো।

১০। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।

১১। কারিগরি শিক্ষার বিস্তারে বাংলায় ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ এর ভূমিকা আলোচনা করো।

১২। নীলদর্পণ নাটকে বাংলার সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায় ?

১৩। ভারতমাতা চিত্রের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো।

১৪। স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?

১৫। “উডের নির্দেশনামাকে” (১৮৫৪) এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন ?

১৬। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা কর।

১৭। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল ?

১৮। মহাবিদ্রোহে হিন্দু-মুসলিম ঐক্য সম্পর্কে লেখো।

১৯। মহাবিদ্রোহকে কী বাংলার শিক্ষিত সমাজ সমর্থন করেছিল ?

২০। ১৭৫৭- র বিদ্রোহকে কী সামন্তশ্রেণীর বিদ্রোহ বলা যায় ?

২১। টিকা লেখো – বসু বিজ্ঞান মন্দির, তেভাগা আন্দোলন, বেঙ্গল ভলান্টিয়ার্স।

২২। ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো।

২৩। দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো।

২৪। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় ?

২৫। দেশীয় রাজ্যগুলির অন্তর্ভু্ক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা কর।

২৬। টীকা লেখ: দেশভাগ (১৯৪৭) জনিত উদ্বাস্তু সমস্যা।

২৭। আধুনিক ভারতের ইতিহাস রচনায় 'জীবন্সমৃতির' গুরুত্ব আলোচনা করো। 

২৮। স্বামী বিবেকানন্দের 'নব্য বেদান্তবাদ' সম্পর্কে যা জান লিখো। 

২৯। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায়, তা বিশ্লেষণ করো। 


Madhyamik History Suggestion 2024

৮ নম্বরের প্রশ্ন

১। উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে 

২। ব্রাহ্মসমাজগুলির কিরূপ ভূমিকা ছিল ?

৩। নব্যবঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে বাংলায় সংস্কার আন্দোলনের ব্যাখ্যা কর। এ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?

৪। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি ? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।

৫। বাংলায় কৃষক আন্দোলনে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 

৬। লেখায় ও রেখায় ভারতে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল ?

৭। মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র ও প্রকৃতি আলোচনা করো।

৮। ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতিগুলির পরিচয় দাও।

৯। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটিয়েছিলেন তা ব্যাখ্যা করো।

১০। বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো।

১১। ছাপাখানার বিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজ কিভাবে ভূমিকা পালন করেছিল? ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা কিভাবে করা হয়? 

১২। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো।

১৩। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা কর। 

১৪। অসহযোগ ও আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।