Lankapara picnic spot: পিকনিকের মরশুমে হাউসফুল লঙ্কাপাড়া ! জানুন বিস্তারিত


Lankapara picnic spot


লঙ্কাপাড়া চা বাগান পিকনিক স্পট হিসাবে এবছর সবথেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছে। ৭ জানুয়ারি রবিবার বহু গাড়ি জায়গার অভাবে ফিরে যেতে বাধ্য হয়েছে। এককথায় নতুন বছরে জানুয়ারির প্রথম রবিবার লঙ্কাপাড়া চা বাগান ছিল পিকনিকের মরশুমে সম্পূর্ন হাউসফুল।

Lankapara picnic spot

আসলে এবছর নতুন খুলেছে লঙ্কাপাড়া ছোট পাহাড়ের উপর এই পিকনিক স্পট। বীরপাড়া থেকে মাত্র ১৯ কিমি দূরত্বে লঙ্কাপাড়া চা বাগানে।  এখানে দায়িত্বে রয়েছে মনকামনা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- " নতুন পিকনিক স্পটে আশাতীত জনসমাগম হচ্ছে। আগামীতে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সিড়ি থেকে পার্কে বাচ্চাদের খেলাধূলার বিভিন্ন সরঞ্জাম, ওয়াচটাওয়ার সহ আরো অনেককিছু।"

Lankapara picnic spot

তবে নতুন বছরে জানুয়ারির প্রথম রবিবারে সংবাদ লেখা পর্যন্ত ৯২১ টি গাড়ি পার্কিংএর জন্য এসেছে। এখানে দুই এবং তিনচাকার যানের জন্য ২০ টাকা পার্কিং চার্জ, চার চাকার ছোট গাড়ির জন্য ১০০ টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে ২০০ টাকা পার্কিং চার্জ।

Lankapara picnic spot

কোচবিহার, জলপাইগুড়ি, তুফানগঞ্জ সহ দূরদূরান্ত থেকে পিকনিক করতে দলে দলে মানুষ আসছেন নতুন এই পিকনিক স্পটে। তবে পানীয় জল এবং টয়লেটের ভালো ব্যবস্থা না থাকায় অসন্তুষ্ট হতে দেখা গেছে অনেককেই।

Lankapara picnic spot

কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নতুন পিকনিক স্পট এবং আয়জকদের ব্যবহার বিশেষ প্রশংসা পাচ্ছে।