আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষনা করলো ভারত 


Ind vs afg


সামনেই টি২০ বিশ্বকাপ আর তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষনা করলো ভারত। সেই দলে ফিরলেন রোহিত থেকে কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে ঘোষিত দলে তিন জন ওপেনার রয়েছেন। রোহিত ছাড়াও দলে শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল। বিরাট নামবেন তিন নম্বরে। সূর্যকুমার যাদবের চোটের কারণে তাঁর জায়গায় মিডল অর্ডার সামলাবেষ তিলক বর্মা এবং রিঙ্কু সিংহ। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন জীতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন।




আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। ১১ জানুয়ারি প্রথম ম্যাচ মোহালিতে। দ্বিতীয় ম্যাচ ইনদওরে ১৪ জানুয়ারি। শেষ ম্যাচ বেঙ্গালুরুতে ১৭ জানুয়ারি। সব ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা থেকে। দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।



ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, আবেশ খান এবং মুকেশ কুমার।