I.N.D.I.A Alliance: মমতার সিদ্ধান্তেই সায়! ইন্ডিয়া জোটের নেতৃত্ব ঠিক হল আজ

India alliance



মমতার সিদ্ধান্তেই সায়! লোকসভা ভোটে বিজেপির বিরোধী জোট গঠিত হয়েছে যার নাম দেওয়া হয়েছে INDIA । এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সেই নামকরণ তাঁর থেকেই এসেছে। এবার নেতৃত্ব। বিজেপি বিরোধী জোটের মুখ কে হবেন সে নিয়ে কিছুদিন আগেই জলঘোলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন। আর আজ ইন্ডিয়া জোটের বৈঠকে খাড়গেকেই বিরোধী জোটের মুখ করা হল যদিও আজ বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের চেয়ারপার্সন হিসেবে খড়্গের নামে সকলের সায় মিলেছে বলে সূত্রের খবর।




শনিবার I.N.D.I.A শিবিরের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী, কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী, আম আদমি পার্টির অরিবন্দ কেজরিওয়াল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পওয়ার, DMK-র এমকে স্ট্যালিন, CPM-এর সীতারাম ইয়েচুরি। এদিনের ভার্চুয়ালের বৈঠকে তৃণমূল যোগ দেয়নি বলে খবর। সেখানে খাড়গে নামেই সকলে সম্মতি দেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা হয়নি। (Lok Sabha Elections 2024) খাড়গে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কি না, সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা।



সূত্রের খবর, মমতা এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে আলোচনা করেই নাম ঘোষণা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। কংগ্রেস এবিষয়ে কথা বলবে বলে খবর আর তারপরেই সিদ্ধান্ত। সূত্রের দাবি, নীতিশের নামও উঠেছিল কিন্তু প্রত্যাখান করেন তিনি। কারণ তিনি মনে করেন কংগ্রেস থেকে কেউ দায়িত্ব নেওয়াটাই ঠিক হবে‌।