বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
বাংলা ভাষাকে (Bangla As Classical language) ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে রাজ্য বহুদিন ধরেই বঞ্চিত বলে সুর চড়িয়ে বৃহস্পতিবার ভাষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর কথায়, 'বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে।' তাই বাংলাকে ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর। অভিযোগ করে বলেন,'অন্য রাজ্য স্বীকৃতি পেলে কেন বাংলা পাবে না?' পাশাপাশি বাম জামানাকেও আক্রমণ করেন। তার কথায়, "যাঁরা আগে ছিলেন, তাঁরা এসব নিয়ে ভাবেননি। রাজনীতিতে এত ব্যস্ত ছিলেন যে এসব নিয়ে চর্চার সময় পাননি।'
বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে কেন স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হয়েছে তা নিয়ে বিস্তর তথ্য ও নথিও তৈরি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাও করেছেনং তারপরেই চিঠি লিখেছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর।
পাশাপাশি রাজ্যের নাম বদল প্রসঙ্গেও এদিন মুখ্যমন্ত্রী টেনে আনেন তিনি। আমাদের কেন হবে না, কী অপরাধ?' তিনি আরও বলেন, 'রাজ্যের নাম নিয়ে বিধানসভায় বিল পাস হয়েছে, তাও আটকে আছে। রাজ্যের নাম বাংলা হলে আপত্তি কোথায়?'
কয়েক মাস পরেই দেশে সাধারণ নির্বাচন। তার আগে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা করা ও রাজ্যের নামবদলের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর এই চিঠি পাঠানোর মধ্যে আলাদা তাৎপর্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊