Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবৈধ সম্পর্ক দেখে ফেলায় প্রেমিককে দিয়ে খুন স্বামীকে, গ্রেপ্তার স্ত্রী, প্রেমিক পলাতক

অবৈধ সম্পর্ক দেখে ফেলায় প্রেমিককে দিয়ে খুন স্বামীকে, গ্রেপ্তার স্ত্রী, প্রেমিক পলাতক

Husband murder


অবৈধ সম্পর্ক দেখে ফেলায় প্রেমিককে দিয়ে খুন স্বামীকে, গ্রেপ্তার স্ত্রী, প্রেমিক পলাতক। বসিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের গোয়ালপাতা এলাকার ঘটনা। বছর ৩৭ এর গৃহবধূ রিতা অধিকারীর স্বামী বছর ৪৬ এর পরিতোষ অধিকারী। প্রতিবেশী যুবক বছর ৩৫ এর প্রবীর দাসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে রিতার। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ‍্যে সংঘাত চরমে ওঠে। এলাকার মানুষ বাধ্য হয়ে গত এক মাস আগে এক সালিশি সভা বসায়। কিন্তু তা সত্ত্বেও স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ, গন্ডগোল ও মারধর চলতেই থাকে।



এরপর, উদ্ধার হয় পরিতোষ অধিকারীর মৃতদেহ। স্বামী পরিতোষ অধিকারীকে মারধর দিয়ে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে প্রতিবেশীদের দাবি। পরিকল্পিত ভাবে সরিয়ে দিতে স্বামী পরিতোষকে খুন করেছে বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে বসিরহাটে থানার পুলিশ গিয়ে পরিতোষের দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে।



এই ঘটনায় স্ত্রীকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ। প্রেমিক প্রবীর দাস পলাতক। এই খুনের পিছনে অন্য কোন রহস্য আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষেরা। এই ঘটনা রাজ্যজুড়ে তোলপাড়া হওয়া বারাসাতের মনুয়া কান্ডের স্মৃতি ফের একবার উস্কে দিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code