সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনই লোকসভায় ফের আতঙ্ক
লোকসভায় আতঙ্ক! সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনই লোকসভায় ফের আতঙ্ক। অধিবেশন চলাকালীন দর্শকাসন থেকে লাফ ২ জনের। সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনই এরকম কাণ্ড সংসদে। লোকসভায় (Security Breach in Lok Sabha) ঢুকে আচমকা কিছু স্প্রে করে ২ সন্দেহভাজন ব্যক্তি। স্প্রের মধ্যে বারুদ জাতীয় কিছু ছিল বলে গন্ধ থেকে অনুমান সংসদের নিরাপত্তারক্ষীদের। এই ঘটনায় ফের বড়সড় প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা।
এই ঘটনায় অভিযুক্ত ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃত ২ জন মাইসুরুর সাংসদের পাস নিয়ে ঢুকেছিল, একজনের নাম সাগর। সংসদের বাইরে পরিবহণ ভবন চত্বর থেকেও পাকড়াও আরও ২। সাংসদ ছাড়া বাইরের লোকজনের মোবাইল ফোন নিয়েও সংসদের ভিতরে ঢোকার অনুমতি নেই। তার পরও ওই দুই যুবক কী করে স্মোক ক্যানিস্টার্স জুতোর মধ্যে লুকিয়ে ভিতরে ঢুকেছে। এই ঘটনায় ফের প্রশ্ন উঠে গেল সংসদের নিরাপত্তা নিয়ে। সংসদভবনে ঢোকার ক্ষেত্রে নিরাপত্তার কয়েকটি ধাপ পেরোতে হয়। সবকিছু ফাঁকি দিয়ে কীভাবে ঢুকে পড়েছে তাঁরা?
বুধবার দুপুর ১টা বেজে ২ মিনিটে এই ঘটনা ঘটে বলে খবর। জিরো আওয়ার চলছিল লোকসভার শীতকালীন অধিবেশনে। ঠিক তখনই এই ঘটনা। এই ঘটনার সাথে সাথে হুলুস্থুল ঘটে সংসদ ভবনে।
সংসদের বাইরে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমার নাম নীলম। ভারতের সাধারণ নাগরিক। এই ভারত সরকার...আমাদের উপর যে অত্যাচার চলছে, তার প্রতিবাদ করেছি। নিজেদের অধিকারের কথা বলতে গেলে লাঠিচার্জ করা হয়, জেলে ঢুকিয়ে অত্যাচার চালানো হয়।" আমরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমরা পড়ুয়া, বেকার। আমাদের বাবা-মা কী নিদারুণ পরিশ্রম করেন। বলেই জানান তিনি। পাশাপাশি সরকার কন্ঠরোধের চেষ্টা করছে বলেও দাবি তাঁর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊