Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪ 

a girl holding a book



মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন দেওয়া হলো, সাথে কিছু নমুনা সংক্ষিপ্ত প্রশ্ন। একঝলক দেখেনিতে পারো প্রশ্নগুলি। তবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে দেখতে হবে। আর প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ন কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। পরীক্ষার আগেই একঝলক দেখে নাও কতটা প্রস্তুত হতে পেরেছ। 

আগামী ২ রা ফেব্রুয়ারি ২০২৪ এ মাধ্যমিকের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে আমাদের এডুকেশনাল টিমের পক্ষ থেকে এই সম্ভাব্য প্রশ্ন প্রকাশ করা হলো, যা ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতিকে আরো ভালো করবে বলে আশা করা হচ্ছে। 



সংক্ষিপ্ত নমুনা প্রশ্ন

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ- ১x১৭=১৭

১.১। এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে- এই বর্ষণ থেমেছে- ক] পাঁচদিন পর খ] তিনদিন পর গ] দশদিন পর ঘ] একদিন পর 

১.২। হরিদার ঘরে সকাল সন্ধায় কত জনের আড্ডা হত- ক] তিনজন খ] পাঁচজন গ] চারজন ঘ] সাতজন 

১.৩। ইসাবের বাবা অমৃতের মাকে ডাকে- ক] বহিন বলে খ] বাহালি বৌদি বলে গ] বৌদি বলে ঘ] ভাবি বলে 

১.৪। ‘জ্ঞানচক্ষু’ গল্পটি কোন মূলগ্রন্থ থেকে সংকলিত- ক] আলতা খ] কুমকুম গ] চিরুনি ঘ] আয়না 

১.৫। ‘অভিষেক’ কবিতাটি মেঘনাদবধ কাব্যের- ক] প্রথম স্বর্গের অন্তর্গত খ] দ্বিতীয় স্বর্গের অন্তর্গত গ] তৃতীয় স্বর্গের অন্তর্গত ঘ] চতুর্থ স্বর্গের অন্তর্গত 

১.৬। ‘তাণ্ডবের দুন্দুভি নিনাদে’- দুন্দুভি কি? — ক] করতালি খ] ঢাক গ] ঢোলক ঘ] দামামা 

১.৭। ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কোন মূলগ্রন্থের অন্তর্গত?– ক] বিষের বাঁশি খ] অগ্নিবীণা গ] সর্বহারা ঘ] ফণীমনসা 

১.৮। ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না’- কারা স্বপ্ন দেখতে পারল না? ক] দেবতারা খ] যুদ্ধবাজরা গ] মানুষেরা ঘ] শান্ত হলুদ দেবতারা 

১.৯। অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন। তিনি হলেন—ক] সত্যজিৎ রায় খ] অন্নদাশঙ্কর রায় গ] রাজশেখর বসু ঘ] সুবোধ ঘোষ 

১.১০। ‘হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড’- উক্তিটি কার- ক] অশ্বঘোষ খ] ভবভূতি গ] কালিদাস ঘ] বানভট্ট 

১.১১। ‘অরন্যে রোদন’ এর ব্যঞ্জনার্থ হল- ক] নিষ্ফল ক্রোধ খ] বনের কান্না গ] বনে কান্না ঘ] নিষ্ফল খেদ 

১.১২। কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত- নিম্নরেখ পদটি হল— ক] কর্মকারক খ] কর্তৃকারক গ] করন কারক ঘ] অপাদান কারক 

১.১৩। অনুসর্গের অপর নাম—ক] উপসর্গ খ] পরাসর্গ গ] পরসর্গ ঘ] পর্বের স্বর্গ 

১.১৪। ঘণ্টা বাজলে- রেখাঙ্কিত পদটি— ক]কর্মকর্তৃবাচ্যের কর্তা খ] সমধাতুজ কর্তা গ] নিরপেক্ষ কর্তা ঘ] সহযোগী কর্তা 

১.১৫। পরকে করিলে আপন- ‘পরকে’ কর্মটি হল- ক] মুখ্যকর্ম খ] গৌণকর্ম গ] উদ্দেশ্য কর্ম ঘ] বিধেয় কর্ম 

১.১৬। যাকে তুলনা করা হয় সেটি হল- ক] উপমান খ] উপমেয় গ] তুলনা বাচক শব্দ ঘ] সাধারন ধর্ম 

১.১৭। আজকের দিনটি বেশ কাটলো- গঠনগত দিক থেকে বাক্যটি হল—ক] সরল বাক্য খ] যৌগিক বাক্য গ] জটিল বাক্য ঘ] মিশ্র বাক্য

২। কমবেশি ২০ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও— ১x১৯=১৯

২.১। নীচের যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও- ১x৪=৪
২.১.১ ‘অদল বদল’ গল্পটি বাংলায় কে তরজমা করছেন? 
২.১.২ তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!- কোন ঘটনাটির কথা বলা হয়েছে? 
২.১.৩ সন্ন্যাসীর ভয়ানক দুর্লভ জিনিসটি কি? 
২.১.৪ সে প্রায় কাদিয়া ফেলিয়াছিল;- তার প্রায় কেঁদে ফেলার কারন কি? 
২.১.৫ বুড়ো মানুষের কথাটা শুনো- বুড়ো মানুষ কোন কথা বলেছিল?

২.২। নীচের যে কোন চারটি প্রশ্নের উত্তর দাওঃ- ১x৪=৪
২.২.১ সে জানত না- কার কি না জানার কথা বলা হয়েছে? 
২.২.২ আমাদের মাথায় বোমারু- একথা বলার কারন কি? 
২.২.৩ দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে- ‘মানহারা মানবী’ কাকে বলা হয়েছে?
২.২.৪ বীরবাহুর মৃত্যু সংবাদ কে কাকে দিয়েছিল? 
২.২.৫ মাভৈঃ মাভৈঃ- ‘মাভৈঃ’ শব্দের অর্থ কি?

২.৩। নীচের যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও- ১x৩=৩
২.৩.১ যার পোশাকি নাম স্টাইলাস- স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে? 
২.৩.২ শব্দের ত্রিবিধ কথা কি কি? 
২.৩.৩ রাজশেখর বসুর মতে পরিভাষার উদ্দেশ্য কি? 
২.৩.৪ লিপিকুশলী কাদের বলা হয়?

২.৪। নীচের যে কোন আটটি প্রশ্নের উত্তর দাও- ১x৮=৮
২.৪.১ অ-কারক বলতে কি বোঝ? 
২.৪.২ প্রযোজক কর্তা কাকে বলে? 
২.৪.৩ তির্যক বিভক্তি কাকে বলে?
২.৪.৪ নিত্য সমাস কাকে বলে? 
২.৪.৫ যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও? 
২.৪.৬ বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে। - সরল বাক্যে পরিণত কর। 
২.৪.৭ আচ্ছা পরে দেখা যাবে। [কর্তৃবাচ্যে রুপান্তর কর]
২.৪.৮ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ কর। 
২.৪.৯ উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? 
২.৪.১০ সন্ধি ও সমাসের মধ্যে একটি করে মিল ও অমিল লেখ।

 


বাংলা গল্প


জ্ঞানচক্ষু

1. জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
2. "তোমার গল্প আমি ছাপিয়ে দেবো" বক্তা কে? সে কোথায় কিভাবে ছাপিয়েছে? ছাপানোর পরিণতি কি হয়েছিল ? ১+২+২
3. "তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের"- এ অনুভূতি কার? তার দুঃখ ও অপমানের কারণ বুঝিয়ে লেখো।
4. "শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন"- কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? সেই মুহূর্তে তপন কী সংকল্প করে?

Madhyamik Bengali Suggestion 2023, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

বহুরূপী

1. "খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা"- সে কিভাবে পাগল সেজেছিল? একথা বলার কারণ কি?
2. "হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে"- নাটকীয় বৈচিত্র কি ? নিজের ভাষায় লেখো।
3."আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো"-কে কাদের খেলা দেখাবে? খেলাটি কেমন ছিল ?
4. "খাঁটি মানুষ তো নয়"- বক্তা কে ? তিনি খাঁটি মানুষ নন কেন ?
5. "জগদীশ বাবু যে কি কান্ড করেছেন"- এখানে কোন কান্ডের কথা বলা হয়েছে ?
6. "একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল"-কোথায় এবং কেন ?



Madhyamik Bengali Suggestion 2023, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩


অদল বদল
1. "এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো"- কোন আওয়াজের কথা বলা হয়েছে ? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল?
2. "কি খাঁটি কথা"- খাঁটি কথাটা কি? মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও ?
3. "ইসাবের মেজাজ চড়ে গেল"- ইসাব কে তার মেজাজ চড়ে গেল কেন ?
4. ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ? কার কথা বলা হয়েছে ? খাঁটি জিনিসটা কি তা লেখ ?
5."কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে" -বক্তাকে? প্রসঙ্গটি তাৎপর্য লেখ।
6. "হঠাৎ অমৃতের যাথায় একটা বুদ্ধি খেলে গেল" অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল?
7. "অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে" অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে? কিভাবে ?
8. আজ থেকে আপনার ছেলে আমার বক্তা এ কথা কাকে কেন বলেছিল ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

নদীর বিদ্রোহ
1."নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে" নদী কখন বিদ্রোহ করেছিল ? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখ?
2."নিজের এই পাগলামীতে যেন আনন্দ উপভোগ করেন"-কার পাগলামির কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও?
3.নদীর বিদ্রোহ গল্পের নদীর বিদ্রোহী হয়ে ওঠার কি কারণ বলে তোমার মনে হয় ?
4."নদীর জন্য নদের চাঁদের এতো মায়া একটু স্বাভাবিক" কেন স্বাভাবিক তা ব্যাখ্যা করো ?
5. "নদীকে এইভাবে ভালবাসার একটা কৈফিয়ৎ নদের চাঁদ দিয়েছিল" নদের চাঁদের পেশা কি। সে কি কৈফিয়ৎ দিয়েছিল?
6. "নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে" -কিসের জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছিলো ?
7. "বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের" কেন?
৪. নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখ ?


Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

কবিতা 
অসুখী একজন

1. "তারপর যুদ্ধ এলো"- যুদ্ধ কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কি হয়েছিল ?
2. "আর সেই মেয়েটি আমার অপেক্ষায়"- কোন মেয়েটির কথা বলা হয়েছে, আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি?
3. "যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ-কয়লা" - এরকম বক্তব্যের কারণ কি?
4. "রক্তের একটা কালো দাগ"- কোথায়, কখন, কার রক্তের দাগ এর কথা এখানে বলা হয়েছে ?
5. "শিশুরা খুন হল সেই মেয়েটির মৃত্যু হল না" – কি কারণে শিশুরা খুন হল? মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি ?
6. "তারপর যুদ্ধ এলো"- যুদ্ধ ভয়ঙ্কর রূপ এর পরিচয় দাও ?
7. অসুখী একজন কবিতায় অসুখী কে? কেন ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

আয় আরো বেঁধে বেঁধে থাকি
1. “আমাদের ডান পাশে ধ্বস”- আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন- তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন ?
2. “পায়ে পায়ে হিমানীর বাঁধ”- কাদের পায়ে পায়ে হিমানীর বাঁধ ? এই বিষয়ে গভীর বক্তব্য কি ?
3. “আমাদের পথ নেই কোন”- কেন পথ নেই ? যাদের পথ নেই তারা কারা ?
4. “আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি” কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচল দেখা যায় ?
5. “আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে” কেন ? কাদের শিশুদের এরকম অবস্থা-?
6. “আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা” বক্তাদের ইতিহাস কেন এমন ? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

আফ্রিকা
1. “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে” ওরা কারা ? ওদের পরিচয় দাও ?
2. “নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে” যাদের বলতে কাদের বলা হয়েছে ? তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি ?
3. “দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে” কখন কে দাঁড়াবে ?
4. "ছিনিয়ে নিয়ে গেল তোমাকে"- তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে ?
5. সভ্যের বর্বর লোক- সভ্যের লোককে বর্বর বলা হয়েছে কেন ?
6. "অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল"- অশুভ ধ্বনি কি ? দিনের অন্তিম তাৎপর্য কি?
7. "চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে"- তোমার বলতে কার কথা বলা হয়েছে ? তার অপমানিত ইতিহাসের অন্যান্য দাও ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪


অভিষেক
1. "নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা"-পিতা ও পুত্রের পরিচয় দাও কবিতার পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ ?
2. অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র বিশ্লেষণ কর ?
3."হেনকালে প্রমীলা সুন্দরী"- হেনকাল বলতে কোন সময়কে বোঝানো হয়েছে ? সেই সময় কি ঘটেছিল বিবরণ দাও ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

প্রলয়োল্লাস

1."অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর" চরাচর স্তব্ধ কেন ? অট্টরোলের হট্টগোল কি ?
2. সর্বনাশী জ্বালামুখী কে? কেন ?
3. "কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর"- কাল ভয়ংকর কে ? তার ভয়ংকরের রূপের বর্ণনা দাও ?
4. "তোরা সব জয়ধ্বনী কর'- তোরা বলতে কাদের বোঝানো হয়েছে ? তারা জয়ধ্বনি করবে কাদের জন‍্য ?
5. 'গড়তে জানে সে চিরসুন্দর'- কে কি গড়তে জানে ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

অস্ত্রের বিরুদ্ধে গান
1."গানের বর্ম আজ পড়েছি গায়ে"- কে এই বর্ম গায়ে পড়েছে? গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ কর ।
2. “অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে”- অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কিভাবে প্রতিষ্ঠিত করেছে ? অস্ত্র কিসের প্রতীক ?
3. গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতা অম্বলম্বনে লেখ ।
4. আমার শুধু একটা কোকিল- বক্তা কে ? কোকিল শব্দটি ব্যবহারের গুরুত্ব বুঝিয়ে দাও ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

সিন্ধুতীরে
1. “পঞ্চকন্যা পাইলা চেতন” পঞ্চকন্যা কে ? তারা কিভাবে চেতন লাভ করেছিল ?
2. সিন্ধুতীরে কবিতা অবলম্বনে সমুদ্র কন্যার আচার-আচরণ ব্যাখ্যা কর ?
3. 'সিন্ধুতীরে দেখি দিব্যস্থান'- দিব্যস্থানের বর্ণনা দাও ?
4. সিন্ধুতীরে কবিতায় প্রধান দুই চরিত্র পদ্মা ও পদ্মাবতীর পরিচয় দাও ?
5. বিধি মোরে না করো নৈরাশ- এটি কার প্রার্থনা ? এমন পার্থনার কারন কি ?
6. রূপে অতি রম্ভা যিনি- রম্ভা কে ? তার রূপের বর্ণনা করো ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

নাটক
সিরাজউদ্দৌলা

1. সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে সিরাজউদ্দৌলা অথবা ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ কর ?
2. "মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প"- বলতে কাকে বোঝানো হয়েছে ? বক্তার এমন মন্তব্যের কারণ কি ?
3. "হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা"- এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখ ?
4. আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন। প্রতিহিংসার কারণ কি?
5. তার আদেশে হাসিমুখেই মৃত্যুকে বরণ করবো, এখানে কার আদেশের কথা বলা হয়েছে তাৎপর্য বুঝিয়ে দাও ?
6. জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা কর ?
7. বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন। এই উক্তিটির মাধ্যমে বক্তার কোন মানসিকতার পরিচয় পেয়েছে ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

প্রবন্ধ
হারিয়ে যাওয়া কালি কলম

1. “কথায় বলে কালি কলম মন লেখে তিনজন”- এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা কর ?
2. "সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোট অনুষ্ঠান"- বক্তা এ কথা কেন বলেছে ? অনুষ্ঠানটির পরিচয় দাও ?
3. দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত ? প্রবন্ধ অনুসারে রকমারী দোয়াতের পরিচয় দাও ? কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল পরিচয় দাও ?
4. "সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু"- কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন ? কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে কবির সংশয় ?
5. ফাউন্টেন পেন কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব সৃষ্টি করেছিল ?
6. "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই" কারা-কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন ?
7. "লাঁঠি তোমার দিন ফুরাইয়াছে" কার রচনা ? প্রাবন্ধিক কোন প্রসঙ্গে কথাটি ব্যবহার করেছেন ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

বাংলা ভাষায় বিজ্ঞান

1. "এই দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না"- কোন দোষের কথা বলা হয়েছে ? বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে ?
2. "আমাদের অলংকারিকগন শব্দের ত্রিবিধ কথা বলেছেন"- আলংকারিক বলতে কী বোঝায় ? ত্রিবিধ বিষয়টি বর্ণনা কর ।
3. "তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যায়"- তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের দুটি শ্রেণীতে ভাগ করার কারণ কি ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

কোনি

1."ঘাটে থৈথৈ ভিড়" কোথাকার ঘাটে ভিড়? ভিড় এর কারণ কি?ভিড় এর বর্ণনা দাও?
2. "আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি।"—বারুণী কি? গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি কেন? বারুণীর গঙ্গা তীরের বর্ণনা দাও।
3. "চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে" প্রজাপতি কি? আগে ডানা মেলতে পারেনি কেন? এখন কিভাবে ডানা মেলেছে ?
4. "প্রথমদিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল।" লীলাবতী কে, সে বিদ্রোহী হয়েছিল কেন বক্তব্যটির ব্যাখ্যা কর ।
5. “না ওরা জুপিটারের শত্রু”- ওরা কারা? ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গটি লেখ?
6. “ক্ষিতীশ অবাক হয়ে গেল”- ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল? তাকে কি বলে সম্বোধন করেছে, প্রসঙ্গ নির্দেশ করো?
7. ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগল শুধু একজনকেই” একজন বলতে কার কথা বলা হয়েছে? কোথাকার ঘটনার কথা বলা হয়েছে?
8. "সাতার নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার" কে কাকে কথাটি বলেছে? প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য লেখ।
9."কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে" কে কাকে একথা বলেছে? কার সম্পর্কে এ কথা?কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো?
10. লীলাবতী অথবা ক্ষিতীশসিংহ অথবা, কোনির চরিত্র বিশ্লেষণ করো ?

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

প্রতিবেদন রচনা
1. তোমাদের বিদ্যালয়ে পালিত ৭৫ তম স্বাধীনতা দিবস নিয়ে প্রতিবেদন রচনা কর।
2. তোমাদের এলাকায় অনুষ্ঠিত হওয়া মেলা নিয়ে প্রতিবেদন রচনা কর।
3. তোমার এলাকায় অনুষ্ঠিত হওয়া বিনামূল্যে চিকিৎসা শিবির নিয়ে প্রতিবেদন রচনা কর।

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

সংলাপ রচনা

1. প্লাস্টিক দূষণ পরিবেশের কতখানি ক্ষতি করছে সে বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
2. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী- এ বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন লেখ।
3. বিদ্যালয়ে পালিত ‘নির্মল বিদ্যালয় অভিযান’ সম্পর্কে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন লেখ।
4. মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে এবং কেন- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর।
5. পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
6. রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
7. মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
8.ছাত্রজীবনে গ্ৰন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

বঙ্গানুবাদ

বঙ্গানুবাদ গুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে। দুটি নমুনা বঙ্গানুবাদ দেওয়া হলও-

1. Man is the maker of his own fortune. We cannot make our fortune or cannot propose in life if we are afraid of labor. Some people think that success in life depends on luck or chance. Nothing like that can be farther from the truth. Hard labour is needed to achieve success in every walk of life.


2. Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish person fail to make real friendship. Because to get love you must give love in return. But a selfish person cannot get friend.

Madhyamik Bengali Suggestion 2024, মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা সাজেশন ২০২৪ | Madhyamik Bangla Rachana Suggestion 2024


১ ভারতে বর্তমান শতকে বিজ্ঞানের জয়যাত্রা
২ বইমেলা
৩ চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা
৪ একটি ভ্রমণের অভিজ্ঞতা
৫ ছুটির দিন
৬ দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি
৭ পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা
৮ বাঙালির উৎসব
৯ পরিবেশ দূষণ ও তার প্রতিকার
১০ বারো মাসে তেরো পার্বণ