WBSSC: আরও অপেক্ষা বাড়ল চাকরি প্রার্থীদের, শিক্ষক নিয়োগ আবারো পিছিয়ে গেল

A diverse group of students in a classroom, focused and engaged, learning how to utilize their school's new features.



আরও অপেক্ষা বাড়ল চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকের (Upper Primary) শিক্ষক নিয়োগ আবারো পিছোল, ১২০০০ চাকরি প্রার্থীর শুনানি আবার পরের বছর হবে। উচ্চ প্রাথমিকের প্রায় ১২ হাজার শিক্ষক পদপ্রার্থীর নিয়োগ এখনও অনিশ্চিত হয়ে রয়েছে। গত ১৭ অক্টোবর হাইকোর্টই এঁদের কাউন্সেলিং শুরু করার নির্দেশ দিয়েছিল এসএসসিকে।


সোমবার উচ্চ প্রাথমিকের (Upper Primary) শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে চলতি বছরে মামলাটি আর শুনবে না তারা। আগামী বছর ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। কাউন্সেলিং শুরু হলেও নিয়োগের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন ১২ হাজার উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী। কিন্তু সোমবারও ওই অনুমতি মিলল না। ফলে অপেক্ষার প্রহর বাড়ছে চাকরি প্রার্থীদের।


এদিন, বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল মামলাটির (Upper Primary)। এই মামলার শুনানি এক মাসেরও বেশি সময় পিছিয়ে দেন। নিয়োগের উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট, সেই নির্দেশই বহাল রাখে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এক মাস পিছিয়ে যাওয়ার ফলে চলতি বছরে আর হচ্ছে না এই মামলার (Upper Primary) শুনানি। আগামী ৯ জানুয়ারি অর্থাৎ নতুন বছরে আবার পরবর্তী শুনানি হওয়ার কথা।


ফলে এখনই শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিং নয়, 'আরও সময় লাগবে' বলছে এসএসসি (School Service Commission)। সূত্রের খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহ থেকে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং শুরু করতে পারে স্কুল সার্ভিস কমিশন।