উর্ব্বর জমি থাকা সত্ত্বেও সেচের জল না পাওয়ায় বিক্ষোভ
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান: -
পূর্ব বর্ধমান জেলার আউষগ্ৰাম ২ ব্লকের এড়াল ও ভাল্কি অঞ্চলে কয়েকশো একর উর্বর জমি থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে রবি ও বোরো চাষে ডিভিসির জল না পাওয়ায় বিক্ষোভ সমাবেশ সামিল হলো "কৃষি ও কৃষক বাঁচাও" পূর্ব বর্ধমান জেলা কমিটি।আজ কার্জনগেটের সামনে বিক্ষোভ সমাবেশ পাশাপাশি জেলাশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ডিভিশনলা কমিশনার সুরিন্দর গুপ্তার নেতৃত্ব সার্কিট হাউসে পাঁচ জেলার আধিকারিকদের নিয়ে রবি ও বোরো চাষে ডিভিসির জল ছাড়ার বিশেষ বৈঠক হয় । বৈঠকে সিদ্ধান্ত হয় ডিভিসির পর্যাপ্ত জল মজুত না থাকার গত বছরের তুলনায় এবছরও কম জল ছাড়া হবে রবি ও বোরো চাষের জন্য । একি প্রকৃতির খামখেয়ালি অন্যদিকে ডিভিসির জল না পাওয়ায় চিন্তার ভাঁজ পরেছে চাষীদের কপালে।
কৃষি ও কৃষক বাঁচাও" পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু বলেন আউসগ্রাম-২ ব্লকের এড়াল ও ভাল্কি অঞ্চলে ডিভিসির ক্যানেল থাকা সত্ত্বেও কয়েক বছর ধরে চাষের জল তারা পাচ্ছেন না। এতে চাষের সাথে অর্থনৈতিক ক্ষতির মুখে পরতে হচ্ছে চাষিদের। এরজন্য এলাকায় বোরো চাষ প্রায় বন্ধ। উর্ব্বর জমি থাকা সত্ত্বেও এবছরও সেচের জন্য ডিভিসির জল দেওয়া হচ্ছে না। কেন জল দেওয়া হচ্ছে না সেই কারণও জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকার চাষিদের জানানো হচ্ছে না।
বিক্ষোভরত চাষিদের আরো অভিযোগ, অন্যান্য এলাকায় ক্যানেলে চাষের জন্য সেচের জল দেওয়া হলেও, আউসগ্রাম-২ ব্লকে ক্যানেলে কাজ চলার অজুহাতে এলাকায় জল দেওয়া হচ্ছে না। এতে চাষিরা আরো অর্থনৈতিক ক্ষতির মুখে পরবে বলে দাবী চাষিদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊