প্রথমবার ২০ দলের টিটোয়েন্টি বিশ্বকাপ, কোন কোন দেশ পেল সুযোগ? কীভাবেই বা হবে খেলা?

World Cup T20



২০২৪-এ বসতে চলেছে টি২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। জানা গেছে সেই আসর বসবে ইউএসএ (USA) ও ওয়েস্ট ইন্ডিজে (West Indies)। সম্প্রতি শেষ হল একদিনের বিশ্বকাপ (OFI World Cup)। সামনেই বড় টুর্নামেন্ট আগামী বছর। সকলের নজর সেদিকেই। এবার ২০টি দল নিয়ে হতে চলেছে টিটোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ইতিমধ্যে সেই ২০ দল কোয়ালিফাই করে ফেলেছে। সামনে এসেছে সেই কুড়ি দলের তালিকা।



প্রথমবারের মতো কুড়ি দলীয় টিটোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাঁচটি করে দলকে নিয়ে চারটি গ্রুপ করা হবে। প্রতিটি গ্রুপে সেরা দুই দল করে নিয়ে মোট আটটি দল যাবে পরবর্তী পর্যায়ে। এই আটটি দলকে চারটি করে দুইটি গ্রুপে ভাগ করে নেওয়া হবে। সেই দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। আর তারপর সেমিফাইনালে দুই জয়ী দল যাবে ফাইনালে।


কাপ যুদ্ধের লড়াইয়ে কোয়ালিফাই করা কুড়িটি দল হল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, উগান্ডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।


আগামী বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করবে টিটোয়েন্টি বিশ্বকাপ। এখন বিশ্বের পরবর্তী বড় ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে টিটোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর গোটা ক্রিকেট দুনিয়ার।