হাইস্কুলে  আর ভর্তি হওয়া হল না শুভঙ্করের, এলাকায় শোকের ছায়া

ambulance


মাথাভাঙ্গা: 

হাইস্কুলে ভর্তি হওয়া আর হল না শুভঙ্করের, মাথাভাঙা-১ ব্লকের কেদারহাট গ্রামপঞ্চায়েত ঢোঁরারবাসা এলাকায়  মঙ্গলবার মাটি ভর্তি ট্রলির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। মৃত স্কুল পড়ুয়ার  নাম শুভঙ্কর বর্মণ(১১)। বাড়ি ছোট কেশরিবাড়ি এলাকায়। 

চতুর্থ শ্রেনীর ওই পড়ুয়া  প্রাথমিক বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে পানিগ্রাম হাই স্কুলে ভর্তি হতে যাবার পথে নয়ারহাট গিলাডাঙা রাস্তায় মাটি ভর্তি ট্রলি তাকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি আহত শুভঙ্করকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে, তবে জখম গুরুতর হওয়ায় তাকে শিলিগুড়িতে রেফার করা হয়। সেখানেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার ঘন্টা খানেক বাদে তাঁর মৃত্যু হয়।

পথ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রলিটিকে আটক করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে  গাড়ির চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা থানায় নিয়ে আসা হয় এবং আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। 

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।