মানবাধিকার সংগঠন CPDRS এর রাজ্য সম্মেলন উপলক্ষে কোচবিহার শহরে প্রকাশ্য সমাবেশ
কোচবিহার, ২৩ ডিসেম্বর, ২০২৩:
আজ সিপিডিআরএস (CPDRS)-এর চতুর্থ রাজ্য সম্মেলন উপলক্ষে কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া মাঠে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। অসিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে কোচবিহার জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত সহস্রাধিক মানবাধিকার কর্মীর উপস্থিতিতে এই সমাবেশ কোচবিহার শহরের মানুষকে মধ্যে অত্যন্ত সাড়া জাগিয়েছে। সিপিডিআরএস (CPDRS) সংগঠনের সভাপতি, সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মলয় সেনগুপ্ত সম্মেলনের সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছেন।
শারীরিক অসুস্থতার জন্য বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাতা ভদ্র সমাবেশে উপস্থিত না থাকতে পারতেও, টেলিফোনের মাধ্যমে তিনি বক্তব্য রাখেন। সুজাতা ভদ্র বলেন "ধর্মনিরপেক্ষতা রক্ষায় এই সংগঠন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত অভিনন্দনযোগ্য।"
বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী শিবেন্দ্রনাথ রায়। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের মানবাধিকার বিরোধী পদক্ষেপগুলির সমালোচনা করেন।
গুজরাট থেকে আগত বিশিষ্ট মানবাধিকার কর্মী দ্বারিকানাথ রথ বক্তব্য রাখেন। তিনি সারা দেশ তথা বিশেষ করে গুজরাটে মানবাধিকার চূড়ান্ত লঙ্ঘনের নিদর্শনগুলি তুলে ধরেন।
এছাড়াও সংগঠনের সহ-সভাপতি নভেন্দু পাল ও সম্পাদক অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ বক্তব্য রাখেন।
সমস্ত বক্তাই রাজ্য তথা সারাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং আগামী দিনে মানবাধিকার রক্ষার আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাগরিকদের কাছে আহ্বান জানান।
সম্মেলনের প্রতিনিধি অধিবেশন হবে আগামীকাল সকাল দশটায় সুকান্ত মঞ্চে। সভার পক্ষ থেকে সকলের কাছে এই সম্মেলনকে সফল করার আহ্বান জানানো হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊