Dinhata News: ফের উত্তপ্ত দিনহাটা, গুরুতর আহত বিজেপি কর্মী, পথ অবরোধ ভেটাগুড়িতে

Dinhata News: ফের উত্তপ্ত দিনহাটা, গুরুতর আহত বিজেপি কর্মী, পথ অবরোধ ভেটাগুড়িতে



দিনহাটা শহর সংলগ্ন ঝুড়ি পাড়া এলাকায় বিজেপির সভায় তৃণমূলের হামলার অভিযোগে দিনহাটা কোচবিহার- সড়কের ভেটাগুরিতে পথ অবরোধ করল ভারতীয় জনতা পার্টি । শনিবার সন্ধ্যায় এই অবরোধ শুরু হয়। অবশেষে পুলিশের আশ্বাসের ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায়। এদিনের এই অবরোধের নেতৃত্ব দেন বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস, বিজেপি নেতা দীপক কুমার রায় প্রমুখ।




এদিনের এই অবরোধ সম্পর্কে বলতে গিয়ে বিজেপি নেতা দীপক কুমার রায় বলেন, দিনহাটার ঝুড়িপাড়া এলাকায় বিজেপির একটি কর্মি সভা চলছিল। সেই সভায় অতর্কিত তৃণমূলের হারমাদরা লাঠি, বল্লম, পাথর নিয়ে আক্রমণ করে। বিজেপি কর্মী ঈশ্বর দেবনাথকে ভোজালি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এমন ভাবে আঘাত করেছে যে, তার অবস্থা গুরুতর। কেবল ঈশ্বর দেবনাথ নয়, আরো বেশ কয়েকজনের ওপর আক্রমণ করে তৃণমূল। এমনকি তারা যখন হাসপাতালে আসে চিকিৎসার জন্য, সেখানেও তৃণমূলের হারমাদরা তাদের উপর চড়াও হয়। এছাড়াও বিজেপি নেতা অজয় রায়ের গাড়িতেও আক্রমণ করে তারা। তাইতো এর বিরুদ্ধে রাস্তায় বসে আন্দোলন।


এদিন অবরোধের খবর পেয়ে এক বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় ঘটনাস্থলে আসেন। এরপর পুলিশের সঙ্গে বিজেপি নেতৃবৃন্দের সমস্যাটি নিয়ে আলোচনা হয়। পুলিশের আশ্বাসে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায়।


প্রসঙ্গত শনিবার দুপুরে দিনহাটা ঝুড়িপাড়া এলাকায় বিজেপির ৫ নম্বর মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ এর বাড়িতে বিজেপির খুলি বৈঠক ছিল। খুলি বৈঠক চলাকালীন অতর্কিত হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ। ছুরি এবং চাকু নিয়ে আঘাত করে কর্মীদের ওপর। ঘটনাস্থলে চেয়ার এবং কর্মীদের বাইক ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনায় আহত হয় ঈশ্বর দেবনাথ ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির সম্পাদক অর্জুন চক্রবর্তী। ঘটনাস্থলে তৃণমূলের আমির আলম গুরুতর আহত।



বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের আমির আলম তিনি বলেন ঝুড়িপাড়া এলাকা দিয়ে আমরা কয়েকজন মিলে আসছিলাম সেই সময় বিজেপি কর্মীরা আমাদের পথ আটকায় এবং মারধর শুরু করে। 

ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী।