অবসর গ্রহণের পরেই নতুন দায়িত্বে হরিকৃষ্ণ দ্বিবেদী, নয়া মুখ্যসচিব গোপালিকা
২০২১ সালের মে মাসে রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্ব গ্রহণ করার পর আজ রবিবার অবসর গ্রহন করলেন রাজ্যের হরিকৃষ্ণ দ্বিবেদী। আর তারপরেই আগামী তিন বছরের জন্য নয়া পদে দায়িত্ব দেওয়া হল তাঁকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদীকে।
একটা সময়ে অর্থ দপ্তরের সচিব ছিলেন দ্বিবেদী। এবার মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কার্যত তাঁর পূর্ব অভিজ্ঞতার ব্যবহারে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন গোপালিকা। এতদিন স্বরাষ্ট্র সচিব ছিলেন তিনি। আর এখন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে এলেন আইএএস নন্দিনী চক্রবর্তী। স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি পরিষদীয় দপ্তরের প্রধান সচিব এবং পর্যটন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি।
এত দিন পশ্চিমবঙ্গের পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রধান সচিবের দায়িত্বে ছিলেন নন্দিনী। রাজ্যপালের সচিব পদেও ছিলেন তিনি। পরে তাঁকে অপসারণ করা হয় সেই পদ থেকে। এবার সেই নন্দিনী রাজ্যের স্বরাষ্ট্র সচিব। এ ছাড়া নন্দিনীর হাতে মেদিনীপুর ডিভিশনের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও থাকছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊