PM Kisan: এবার মিলবে ১২ হাজার টাকা? কিষান সম্মান নিধি নিয়ে বড় খবর
নতুন বছরে কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর ৷ মোদি সরকার কৃষি সেক্টরকে আরও মজবুত করতে ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য ২০২৪-এ একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার ৷ জানা যাচ্ছে জানুয়ারিতেই কিষান সম্মান নিধির টাকা পেতে চলেছে কৃষক বন্ধুরা।
তবে এর থেকেও বড় খবর রয়েছে ভারতীয় কিষানদের জন্য। একলাফে বাড়তে পারে কিষান সম্মান নিধির টাকা। এখন যেখানে বছরে ৬ হাজার টাকা পাওয়া যাচ্ছে সেখানে একলাফে দিগুন হতে চলেছে কিষান সম্মান নিধির টাকা, এমনটাই খবর।
অপর এক সূত্রের খবর, কৃষকরা এবার ৬ হাজার টাকার বদলে ৯ হাজার টাকা পাবে ৷ পাশাপাশি ফসলের বিমার সুবিধা দেওয়া হবে ৷ মনে করা হচ্ছে সরকার আগামী বাজেটে কৃষি ক্ষেত্রের জন্য মোটা টাকা বরাদ্দ করতে চলেছে ৷ সরকার ২০২৪-২৫ এর বাজেটে কৃষি ক্ষেত্রের জন্য প্রায় ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে ৷ চলতি আর্থিক বছরে ১.৪৪ লক্ষ কোটি টাকার থেকে যা প্রায় ৩৯ শতাংশ বেশি ৷ মনে করা হচ্ছে পিএম কিষান (PM Kisan) যোজনার টাকা ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০০ টাকা করা হতে পারে ৷
প্রসঙ্গত রাজস্থান বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড় ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan) অধীনে কৃষকদের প্রতি বছরে 12,000 টাকা দেবে। যেখানে বর্তমানে কৃষকরা পিএম-কিসান সম্মান নিধির অধীনে প্রতি বছর 6,000 টাকা পান।
রাজস্থানের হনুমানগড়ে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, যারা কৃষকদের সাথে প্রতারণা করেছে তাদের রেহাই দেওয়া হবে না। তিনি বলেছিলেন যে রাজস্থান বিজেপি কৃষকদের কাছ থেকে এমএসপিতে ফসল কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং শুধু তাই নয়, দল ক্ষমতায় গেলে কৃষকদের বোনাসও দেওয়া হবে।
বিভিন্ন সূত্রে জানাযাচ্ছে ২০২৪-২৫ এর বাজেটে কৃষি ক্ষেত্র বিশেষ গুরুত্ব পেতে চলেছে, একদিকে যেমন বৃদ্ধি পেতে চলেছে কিষান সম্মান নিধির টাকা তেমনি আরো অনেক ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊