Mamata Banerjee: রাজ্যে ফের দুয়ারে সরকার, সময়সীমা জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যের ফের বসতে চলেছে দুয়ারে সরকার (Duare Sarkar)। আজ শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একাধিক জনকল্যাণ মূলক কর্মসূচির সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ১৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার যা ৩০শে ডিসেম্বর পর্যন্ত চলবে। শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদানের সভা থেকে বিলি করলেন পাট্টা। দিলেন একাধিক আশ্বাসও।
এদিন সভা থেকে দুয়ারে সরকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, '১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত আবার দুয়ারে সরকার (Duare Sarkar) হবে। আমার কাছে প্রায় ৯ লক্ষ লক্ষ্মী ভাণ্ডার, প্রায় ১২ লক্ষ বিধবা ভাতার কেস এসেছে। আমি রিভিউ করছি। হয়ে গেলে নতুন বছরে পেয়ে যাবেন। যাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন।'
উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে এসে চা শ্রমিকের সাথে চা-পাতা তুলেছেন শুনেছেন সুখ-দুঃখের কথা। বানারহাট, দার্জিলিঙে সভা করেছেন আজ সভা করলে কাঞ্চনজঙ্ঘাতেও সভা করলেন তিনি। শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদানের সভা থেকে বিলি করলেন পাট্টা। দুয়ারে সরকার (Duare Sarkar) নিয়েও বললেন। রাজ্যের বকেয়া কেন্দ্র মেটাচ্ছে না সেকথাও বললেন তিনি। কালো টাকা উদ্ধারের প্রসঙ্গ তুলেও মোদিকে নিশানা করেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊