Big Breaking: সাংসদ পদ খারিজ মহুয়া মৈত্রের
বড় খবর। সাংসদ পদ খারিজ হয়ে গেল মহুয়া মৈত্রের। 'টাকার বিনিময়ে প্রশ্ন'কাণ্ডে নাম জড়ায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নাম (Mahua Moitra)। মহুয়ার বিরুদ্ধে আজ লোকসভায় (Parliament Winter Session) রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি।
আগেই মহুয়া মৈত্রর (Mahua Moitra) সাংসদ পদ খারিজের সুপারিশে সিলমোহর দিয়েছিল লোকসভার এথিক্স কমিটি। তাই সংসদে তুলকালাম বেঁধে যায় সকাল থেকেই। তাৎপর্যপূর্ণভাবে এই ইস্যুতে মহুয়ার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস-সহ একাধিক বিজেপি বিরোধী দল। হট্টগোলের জের দুইটা অবধি মুলতুবি রাখা হয় লোকসভা।
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে লোকসভার এথিক্স কমিটি রিপোর্ট দাবি করেছে, মহুয়া মৈত্র কঠোর শাস্তিযোগ্য। তাই কমিটির সুপারিশ, সাংসদ মহুয়া মৈত্রর লোকসভার সদস্যপদ বাতিল করা হোক।
'ক্যাশ ফর কোয়েশ্চন' বিতর্কে লোকসভায় এদিন মহুয়ার সদস্যপদ খারিজের দাবিতে প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। আর সেই প্রস্তাবের ভিত্তিতে আধ ঘন্টা আলোচনার কথাও জানান স্পিকার। কিন্তু আলোচনার সময় দিলেও মহুয়া মৈত্রকে (Mahua Moitra) আত্মপক্ষ বলার সুযোগ দেননি স্পিকার। সংসদে মহুয়া মৈত্রকে বলতে দেওয়ার দাবিতে এদিন জোর সওয়াল করে তৃণমূল।
এথিক্স কমিটির সুপারিশ নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেসও। বিরোধী দলনেতা অধীর চৌধুরী প্রশ্ন করেন, 'এত তাড়াহুড়ো কেন? এত তাড়াহুড়ো করে রিপোর্ট পড়া কি সম্ভব? আত্মপক্ষ সমর্থনে সুযোগ দেওয়া হয় মৃত্যুদণ্ড প্রাপ্তকেও। মহুয়াকে কেন বলার সময় দেওয়া হবে না?'
শেষমেষ ধ্বনি ভোটে সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র (Mahua Moitra)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊