WPL-এ সর্বোচ্চ দামে বিক্রি হলেন কাশভী, অ্যানাবেল

WPL 2024


পাঁচ দল। ১৬৫ ক্রিকেটার। শনিবার মুম্বইয়ে বসছে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL) নিলাম। ৩০টি শূন্যপদ পূরণে ১৬৫ ক্রিকেটারের আবেদন। এদিন ছিল উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। শুরুতেই ৩০ লক্ষ টাকা বেস প্রাইসেই ইউপি ওয়ারিয়র্সে যান ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটার ড্যানি ওয়েট।



টি-টোয়েন্টি বরাবরই অলরাউন্ডারদের গুরুত্ব একটু বেশিই। কাশভী গৌতমকে নিয়ে দর কষাকষিতে তা আরও একবার প্রমাণিত হল। মাত্র ১০ লাখ বেস প্রাইসের কাশভী দুই কোটি টাকায় গুজরাত জায়ান্টস নিয়ে নিল কাশভী। তাঁকে নিয়ে গুজরাত ও ইউপির মধ্যে প্রবল দর কষাকষি হয়। বাংলা ক্রিকেট দলের গৌহর সুলতানাকে ৩০ লক্ষ টাকায় দলে নিল ইউপি ওয়ারিয়ার্স।



নিলামে সর্বোচ্চ দাম দুই কোটি টাকায় বিক্রি হলেন দুই ক্রিকেটার অ্যানাবেল সাদারল্যান্ড ও কাশভী গৌতম। অ্যানাবেলকে দিল্লি ক্যাপিটালস ও কাশভীকে গুজরাত জায়ান্টস দলে নেয়। এদিকে ভীরন্দ্র দিনেশ ১.৩ কোটিতে বিক্রি হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছে এক রাজ্যেই হতে চলেছে WPL।