Dilip Ghosh: টেট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে দিলীপ ঘোষ





আগামী ২৪শে ডিসেম্বর রাজ্য জুড়ে অনুষ্ঠিত হওয়ার কথা প্রাথমিক টেট পরীক্ষা। আগেই এই দিন পরীক্ষা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। ওই দিন গীতা পাঠ রয়েছে। ফলে প্রার্থীদের যাতায়তে সমস্যা সৃষ্টি হবে এমনটাই মনে করে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে বলে মনে করা হয়েছিল কিন্তু পরে জানা যায় ওইদিনেই পরীক্ষা হবে। সবরকম ব্যবস্থা করছে পর্ষদ। এবার পরীক্ষা পিছোনোর দাবিতে হাইকোর্টে দিলীপ ঘোষ।



প্রধানমন্ত্রীর (Prime Minister) বঙ্গ সফরের জন্য টেট (TET) পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের (Calcutta Highcourt) দ্বারস্থ হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জানা যাচ্ছে, ২৪ তারিখেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে যান-নিয়ন্ত্রণ করবে পুলিশ (Police)। অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। আর তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দিলীপ ঘোষ।



২৪ ডিসেম্বর, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' অনুষ্ঠানে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির। সেখানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও। প্রধানমন্ত্রীর সফরের কারণে আঁটোসাঁটো থাকবে নিরাপত্তা। শহরজুড়ে যান নিয়ন্ত্রণ চলবে। ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অনেকটা সমস্যায় পড়তে পারে টেট প্রার্থীরা। সেই প্রেক্ষিতেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।