Aditi Budhathoki । Model । Actress : ইনফরমেশন টেকনলজীর ছাত্রী এখন ঘুম উড়াচ্ছে নেটদুনিয়ায়



Aditi Budhathoki. Model. Actress: Information technology student is now sleeping in the net world



নেপালে (Nepal) জন্মগ্রহণকারী, মডেল-অভিনেত্রী হয়ে ওঠা অদিতি বুদাথোকি (Aditi Budhathoki), যিনি তার স্বপ্নে সফল করতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে এসেছিলেন। স্যোসাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় নেপালি সেক্সি মডেল অদিতি (Aditi Budhathoki Sexy Nepali Model)।

Aditi Budhathoki. Model. Actress: Information technology student is now sleeping in the net world



নেপালি ছবি 'ক্রি' (Kri) তে অভিষেক হওয়া অদিতিকে বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হিন্দি মিউজিক ভিডিওতে দেখা গেছে।

Aditi Budhathoki. Model. Actress: Information technology student is now sleeping in the net world

গায়ক দর্শন রাভালের অ্যালবাম 'হাওয়া বাঁকে' তে তার উপস্থিতির মাধ্যমে সকলের নজর কেড়েছে। যদিও অভিনয় তার(Aditi Budhathoki Sexy Nepali Model) প্রথম ভালবাসা ।

Aditi Budhathoki. Model. Actress: Information technology student is now sleeping in the net world

২৮ জুন ১৯৯৬ তে জন্ম নেওয়া এই ২৫ বছরের তরুনী অদিতি (Aditi Budhathoki Sexy Nepali Model) ইনফরমেশন টেকনলজীতে গ্রাজুয়েশন করেন। কিন্তু ক্যারিয়ারের শুরু বিজ্ঞাপনী মডেল হিসাবেই। অ্যামাজন, ব্লিঙ্গির মতন কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেছেন অদিতি।

Aditi Budhathoki. Model. Actress: Information technology student is now sleeping in the net world


নেপালের বিখ্যাত অভিনেত্রীদের তালিকায় অদিতি বুধাথোকির নাম বেশ ওপরের দিকে। অন্যান্য সেলিব্রিটিদের মতো, অদিতিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট Instagram-এ খুব সক্রিয়।অদিতি সব সময়ই Instagram-এর মাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে জুড়ে থাকেন এবং তাঁর ইন্সটা অ্যাকাউন্টে নিজের সমস্ত সাম্প্রতিক ছবি এবং ভিডিও শেয়ার করেন। অদিতি বুধাথোকির গ্ল্যামারাস ছবি দেখে নেটিজেনরা তাঁর সৌন্দর্যে স্তম্ভিত। বলিউড অভিনেত্রীদের মতো অদিতিকেও নিজের ছবিতে গ্ল্যামার যোগ করতে দেখে মন মজেছে অনেকের। ইন্সটাতে অদিতির শেয়ার করা তাঁর প্রায় সব ছবিতেই লক্ষ লক্ষ লাইক ও শেয়ার দেখতে পাব আমরা। এর পাশাপাশি তাঁর ছবিতে নেটিজেনরা প্রচুর মন্তব্যও করে থাকেন।

Aditi Budhathoki. Model. Actress: Information technology student is now sleeping in the net world

অনেক নেটিজেনই ইতিমধ্যে অদিতি বুধাথোকিকে সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী দিশা পাাটনির (Disha Patani) সঙ্গে তুলনা করেছেন, কারণ অদিতির চেহারা, স্টাইল এবং তাঁর ফিগারের সঙ্গে দিশা পাটানির অনেকটাই মিল পাওয়া যাবে। দিশা পাটানি যেমন তাঁর সাহসী ছবি ইন্সটাতে শেয়ার করতে দ্বিধা করেন না, তেমনি অদিতি বুধাথোকির ইন্সটা অ্যাকাউন্টও তাঁর সাহসী ছবিতে ভরপুর।