অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ শামি


Shami


অবশেষে অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মহম্মদ শামিকে অর্জুন পুরস্কার দেওয়ার আবেদন জানায় বিসিসিআই। আজ কেন্দ্রীয় সরকারের তরফে শামি সহ মোট ২৬জন খেলোয়াড়ের তালিকা পুরষ্কার করেছে।



বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন বাংলার এই পেসার। ২৪টি উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীও হন তিনি। তার পরেই কেন্দ্রের কাছে তাঁর নাম পাঠায় বিসিসিআই। আর আজ জানা গেল অর্জুন পুরস্কার পাচ্ছেন তিনি। আপাতত চোটের জন্য জাতীয় দলের বাইরেই রয়েছেন শামি।



অর্জুন পুরষ্কারের তালিকায়, শামি মাত্র দুজন ক্রিকেটারের একজন, অন্যজন হলেন অন্ধ ক্রিকেটার অজয় কুমার রেড্ডি। তারকা পেসারের পাশাপাশি অর্জুন পুরস্কার পেয়েছেন আরও দুই বাঙালি। এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানের টিম ড্রেসেজ ইভেন্টে সোনা জয়ী বালিগঞ্জের অনুশ আগরওয়াল। এছাড়াও রয়েছেন বাংলার মেয়ে ঐহিকা মুখোপাধ্যায়ও। টেবিল টেনিসে ব্রোঞ্জ জয়ী তিনি।