আবারো দুর্ঘটনা, গভীর রাতে জোর ধাক্কা আপ রাধিকাপুর এক্সপ্রেসে 


A group of individuals gathered around a train during nighttime.


গত ৬ নভেম্বর  দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ কাটিহারগামী পাথর বোঝাই একটি মালগাড়ি হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনে ট্রাক পরিবর্তন করতে গিয়ে লাইনচ্যুত হয়ে যায়। উল্টে যায় মালগাড়ির একটি বগি। রবিবার রাতে আবারো দুর্ঘটনার খবর।

রবিবার রাত ১টা নাগাদ মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে যায় ট্রাকটি। এরপরই ট্র্যাকে আটকে পড়ে সেটি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস। ট্রাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি।

দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ট্রাকের যন্ত্রাংশ ভেঙে আটকে যায় রেললাইনে। 

A group of individuals gathered around a train during nighttime.


আপাতত আপ ডাউন দুই লাইনের ট্রেন চলাচল বন্ধ। রেলের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। 

রেল সূত্রে খবর ট্রাক চালক পলাতক। হতাহতের কোনও খবর নেই।

বিস্তারিত আসছে...