ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে ১০টি অনন্য নজির

Ind vs Sri



১. ২০১৫ সালে আফগানিস্থানের বিরুদ্ধে শ্রীলঙ্কান দুই ওপেনার লাহিরু থিরিমান্নে এবং তিলকরত্নে দিলশান গোল্ডেন ডাকে আউট হয়েছিলেন। ২০২৩ এ ফের শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশঙ্কা এবং দিমুখ করুণারত্নে গোল্ডেন ডাকে আউট হন।

২. বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লে এর প্রথম দশ ওভারে সর্বনিম্ন রানের তালিকায় শ্রীলঙ্কার আজকের 14/6 রান দ্বিতীয় সর্বনিম্ন। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০০৭ সালে নিউজিল্যান্ড এর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ১২/২ রান তুলতে সক্ষম হয়েছিল।

৩. বিশ্বকাপের ইতিহাসে মিচেল স্টার্ক এর পর দ্বিতীয় বোলার হিসেবে মহম্মদ শামী ২ বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখলেন। শামী এই বিশ্বকাপেই ২ বার ৫ উইকেট পেলেন।

৪. বিশ্বকাপে পূর্ণ সদস্য দলগুলির মধ্যে শ্রীলঙ্কার আজকের ৫৫ রান সর্বনিম্ন।

৫. ভারতের হয়ে একদিবসীয় ক্রিকেটে সর্বোচ্চ চার বার ৫ উইকেট নেয়ার কৃতিত্বের অধিকারী হলেন মহম্মদ শামী। ৩ বার করে এই কাজটি করেছেন হরভজন সিং ও জাভাগাল শ্রীনাথ।

৬. শ্রীলঙ্কার আজকের ৫৫ রান তাদের ODI ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বনিম্ন ৪৩ রান করেছিল তারা।

৭. বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে জাহির খানকে (৪৪) সরিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথমে উঠে এলেন মহম্মদ শামী (৪৫)।

৮. ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সর্বনিম্ন রানে আউট হওয়ার কৃতিত্বও এই দ্বীপ রাষ্ট্রের দখলে। চলতি বছরেই কলম্বোতে শ্রীলঙ্কান দল ৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। আজকের ৫৫ রান ভারতের বিরুদ্ধে তাদের দ্বিতীয় সর্বনিম্ন।

৯. ODI ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের নিরিখে ভারতের আজকের ৩০২ রানে জয় চতুর্থ সর্বোচ্চ। প্রথমটিও (৩১৭ রানে) এই ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচেই ভারতের অধীনে।

১০. আজকের ৫ উইকেট নিয়ে পরপর ৩ ম্যাচে ৪ বা তার বেশি উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার হলেন মহম্মদ শামী। প্রথম এই কৃতিত্বের অধিকারী হলেন পাক বোলার ওয়াকার ইউনিস। তিনি ১৯৯০ সালে দুবার এবং ১৯৯৪ সালে একবার এই কাজটি করে দেখিয়েছেন।