Shreyas Iyer: বিশ্বকাপে বৃহত্তম ছক্কা মেরে হইচই ফেলে দিল শ্রেয়স আইয়ার!
চলতি বিশ্বকাপের ইতিহাসে বৃহত্তম ছক্কা হাঁকালেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ ভারতের ইনিংসের ৩৬তম ওভারে কসুন রাজিথারের চতুর্থ বলটি লং অন বাউন্ডারির ওপর দিয়ে উড়িয়ে দিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ১০৬ মিটার লম্বা ছক্কা হাঁকিয়ে চলতি বিশ্বকাপে নজির গড়ে হইচই ফেলে দিল শ্রেয়স আইয়ার। ২০২৩ বিশ্বকাপে (ODI World Cup) এত বড় ছয় আর কোনও ব্যাটার মারেননি।
আইসিসিও সেই ছক্কার ভিডিও আলাদা করে আপলোড করেছে অফিশিয়াল ওয়েবসাইটে। সোশ্যাল মিডিয়ায় সেই ছক্কার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। শ্রেয়সের আগে ম্যাক্সওয়েল ১০৪ মিটারের লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন। শ্রেয়স স্বয়ং ১০১ মিটার লম্বা ছক্কা মেরেছিলেন আগে। কিন্তু এদিন ওয়াংখেড়েতে বিশ্বকাপের সবথেকে লম্বা ছক্কা মারলেন আইয়ার।
শ্রীলঙ্কার বিপক্ষে দুরন্ত ফর্মে ফিরেছেন আইয়ার। এদিন ওয়াংখেড়েতে ৫৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। প্রথম থেকেই চালিয়ে খেলেন গিল ও কোহলি। সেই লড়াইয়ে শ্রেয়সের অংশগ্রহণ ভারতকে ৩৫৭ রানের ইনিংস গড়তে অক্সিজেন জোগায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊