Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক্ষ্মীর ভান্ডারের পর এবার বিধবা ভাতার টাকা ঢুকলো এক যুবকের অ্যাকাউন্টে

লক্ষ্মীর ভান্ডারের পর এবার বিধবা ভাতার টাকা ঢুকলো এক যুবকের অ্যাকাউন্টে

young boy



লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছিলো নারায়ণ ! সে খবর এখন অতীত, এবার বিধবা ভাতার টাকা ঢুকলো এক যুবকের অ্যাকাউন্টে । যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য কোচবিহারের মাথাভাঙ্গায়।

ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার ১ নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে, যুবক চিরঞ্জিত বল পেশায় একজন টোটো চালক। তার গ্রামীন ব্যাংকের অ্যাকাউন্টে বেশ কয়েক মাস ধরে এক হাজার টাকা করে ঢুকে আসছে।

পাস বই আপডেট করতে গিয়েই বিষয়টি চিরঞ্জিতের নজরে আসে। প্রায় সাত মাস থেকে তার অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে বলে ব্যাংক সূত্রে জানানো হয়েছে।

যুবক চিরঞ্জিত জানান তার এই ভাতার টাকা বন্ধ করে দেওয়া হোক, প্রয়োজনে এতদিন যা ঢুকেছে সেটাও তিনি ফেরত দিতে রাজি রয়েছেন।

প্রসঙ্গত এই মাথাভাঙ্গার পচাগর এলাকারই এক ব্যক্তির অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছিল এতদিন। প্রশাসনিক তৎপরতায় বিষয়টি জনসাধারণের সামনে আসে।


লক্ষ্মীর ভান্ডারের পর এবার বিধবা ভাতা , কেন এমন ঘটনা ঘটছে এই এলাকাতেই, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ জনতার কথায়- এই বিষয়গুলি নিয়ে প্রশাসনের আরো তৎপর হওয়া উচিত।


পচাগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস জানান, এই বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রশাসনের সাথে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা হবে। এবং সেইসাথে বারংবার এই ধরনের ঘটনা কেন ঘটছে সেই বিষয়েও প্রশাসনের সহযোগিতা চাওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code