Primary TET Admit Card: প্রাইমারী টেট প্রার্থীদের জন্য বড় খবর, কবে থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড? 



Primary TET



আগামী ১০ই ডিসেম্বর রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা অর্জনের প্রাথমিক পরীক্ষা টেট। তার আগে জানা গেল গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ২রা ডিসেম্বর ২০২৩ থেকে প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।



অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ওয়েবসাইট:






প্রাইমারি শিক্ষা দপ্তরের দুইটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে চাকরিপ্রার্থীরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পরীক্ষায় একটি অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুভ, দুই কপি পাসপোর্ট সাইজ ফটো, ব্ল্যাক বলপেন নিয়ে মেতে হবে। কোন ধরনের ইলেকট্রিক গ্যাজেট যেমন ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ইত্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ।




জানা যাচ্ছে এবছর ৩লক্ষ ১০ হাজার প্রার্থী বসতে চলেছে প্রাথমিক টেটে। গত বছরের ন্যায় এবছরেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা পরিচালনায় একাধিক পদক্ষেপ নিয়েছে টেটে। তবে এবছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কম। গতবছর বিএড, ডিএড, ডিএলেড সকলেই আবেদন করতে পারতো টেটে। তবে এবছর শুধুমাত্র ডিএড বা ডিএলেএড থাকলেই প্রার্থীরা আবেদন করতে পেরেছে ফলে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।