Virat Kohli: বিশ্বকাপে প্রথম উইকেট শিকার কোহলির, উচ্ছ্বাসে ভাসলেন অনুষ্কা 

Virat


বিশ্বকাপে প্রথম উইকেট নিয়ে নজর কাড়লেন বিরাট। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বল হাতে দেখা গেল কিং কোহলিকে। আর বল হাতেই নিজের প্রথম বিশ্বকাপ উইকেট দখল করলে কোহলি। আর তারপরেই গ্যালারি জুড়ে সেলিব্রেশন।


এদিন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে সাজঘরে ফেরান। লেগ সাইডের দিকে যাওয়া বলে এডওয়ার্ডস ফ্লিক করতে গিয়েই কিপার রাহুলের দস্তানায় ধরা দেন। ১৭ রানে ফিরতে হয় তাঁকে।


চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে কোহলি-পত্নী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও (Anushka Sharma) উপস্থিত ছিলেন। কোহলি উইকেট নিতেই তিনিও দাঁড়িয়ে দুই হাত ছুড়ে উচ্ছ্বাসে ভাসেন অনুষ্কা। আনন্দে আত্মহারা কোহলি ও অনুষ্কার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এটিই বিশ্বকাপের ইতিহাসে বিরাট কোহলির প্রথম উইকেট।


এদিন ব্যাট হাতেও অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫১ রানের ইনিংস খেলেন বিরাট। এই নিয়ে এবারের বিশ্বকাপে সপ্তমবার (দুই শতরান, পাঁচটি অর্ধশতরান) ৫০ রানের গণ্ডি পার করলেন। ব্যাট হাতেও যেমন এদিন হাফ সেঞ্চুরি তেমন বল হাতেও নিজের প্রথম ওডিআই বিশ্বকাপের উইকেট শিকার। আর সবটাই তখন গ্যালারিতে থেকে উপভোগ করছিলেন অনুষ্কা। বিরাটের সাফল্যে খোশ মেজাজে দেখা গেল অনুষ্কাকে।