SSC Calendar 2024-25: বর্ষব্যাপী চাকরির পরীক্ষার সূচি প্রকাশ SSC-র 


RBI JOB

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছরের ন্যায় এবছরেও ক্যালেন্ডার প্রকাশ করেছে। হাতে মাত্র আর কিছুদিন তারপরেই আসছে নতুন বর্ষ আর নতুন বর্ষ আরম্ভের আগেই সারা বছর যে সকল পরীক্ষা আয়োজন করবে এসএসসি তার একটা পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রকাশ করেছে কমিশন।



স্টেনোগ্রাফার থেকে সিজিএল, সিএইচএস সব পরীক্ষার সম্ভাব্য বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে এই ক্যালেন্ডারে। ২০২৪-২৫ সেশনের বিভিন্ন চাকরির পরীক্ষা সেই মতোই অনুষ্ঠিত হবে। চলুন দেখে নেওয়া যাক ক্যালেন্ডার:

SSC Exam Calendar



প্রতি বছর এসএসসি জাতীয় পর্যায়ে বিভিন্ন পরীক্ষা পরিচালনা করে যে লক্ষ লক্ষ প্রার্থীকে সরকারি চাকরির প্রোফাইল বেছে নেওয়ার সুযোগের সুবর্ণ সুযোগ দেয়। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে www.ssc.nic.in-এ এসএসসি ক্যালেন্ডার 2024-এর সাথে সমস্ত SSC পরীক্ষার জন্য পরীক্ষামূলক পরীক্ষার তারিখগুলি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। SSC CGL 2024 বিজ্ঞপ্তি 11th June 2024-এ প্রকাশিত হবে এবং SSC CHSL 2024 বিজ্ঞপ্তি 2nd এপ্রিল 2023-এ প্রকাশিত হবে৷ SSC CGL টায়ার 1 পরীক্ষা সেপ্টেম্বর/অক্টোবর 2024-এ অনুষ্ঠিত হবে৷ যে প্রার্থীরা SSC পরীক্ষার তারিখের জন্য অপেক্ষা করছেন তাদের অবশ্যই বুকমার্ক করতে হবে৷ সঠিক এসএসসি পরীক্ষার সময়সূচী সম্পর্কে বিজ্ঞপ্তি পেতে এই পৃষ্ঠাটি।