শিক্ষার মানোন্নয়নে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হলো SAS
রাজ্য জুড়ে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের মধ্যে চারটি শ্রেণির পড়ুয়াদের জন্য অনুষ্ঠিত হল SAS (স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে) । তৃতীয়, পঞ্চম , অষ্টম এবং দশম শ্রেণির উপর এই পরীক্ষা নেওয়া হয়। রাজ্যের প্রতিটি জেলার সার্কেলগুলি থেকে স্কুল বেছে নিয়ে এই পরীক্ষা আজ রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত রাজ্যে শিক্ষার মানকে আরও উন্নত করতে চায় সরকার। শিক্ষার মান উন্নত করতে গেলে পড়ুয়ারা কতটা শিখছে বা তাদের মেধার মান যাচাই করার জন্য রাজ্যে সারা বছর বিভিন্ন কর্ম সূচী সরকার গ্রহন করেই চলছে। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের মধ্যে চারটি শ্রেণির পড়ুয়াদের যথা তৃতীয় শ্রেণি, পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি এবং দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের এক্ষেত্রে প্রতিটি জেলার প্রতিটি সার্কেল থেকে স্কুল বেছে নিয়ে আজ এই পরীক্ষা নেওয়া হ। যার মধ্যে তৃতীয় শ্রেণির ক্ষেত্রে প্রতিটি জেলার সার্কেল থেকে ১০টি করে এবং পঞ্চম অষ্টম শ্রেণির জন্য ৫টি করে স্কুল বেছে নেওয়া হয়েছে। মাল্টিপিল চয়েজ টাইপ প্রশ্ন পদ্ধতিতে এই পরীক্ষা হয়।
পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করতে যথেষ্ট তৎপরতা দেখা যায় কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ৩ নং চক্র সম্পদ কেন্দ্রে।
এ বিষয়ে শিক্ষক শুভেন্দু চক্রবর্তী জানান " এ ধরনের পরীক্ষা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। রাজ্যের ছাত্র ছাত্রীদের মূল্যায়নে এই পরীক্ষা সহায়ক হবে বলে আমি মনে করি"।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊