Latest News

6/recent/ticker-posts

Ad Code

IND Vs NZ: বড় ধাক্কা! পেশির টান, মাঠ ছাড়লেন শুভমন গিল

IND Vs NZ: বড় ধাক্কা! পেশির টান, মাঠ ছাড়লেন শুভমন গিল

Gill



আজ বিশ্বকাপের মঞ্চে সেমি ফাইনালে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। ২০১৯-র বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। ২০১৯-এও বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। আর ব্যাট করতে নেমে মারমুখী মেজাজে শুরুটা করেন রোহিত সঙ্গ দেন গিল। ৪৭ রান করেই ফেরেন রোহিত কিন্তু ক্রিজে তখন খেলছিলেন গিল। নিজের অর্ধশতরান পূর্ন করেন গিল। এরপর এগিয়ে যাচ্ছিলেন শতরানের দিকে কিন্তু ঘটে বিপত্তি। পেশির টানের কারণে মাঠ ছাড়তে হয় গিলকে।




২২.৪ ওভারে স্ট্রাইকে গিল। সেসময় পেশি টান মারে গিলের। চোট পাওয়ার পরেই মাঠে ছুটে আসেন বিশেষজ্ঞ। এরপর মাঠ ছাড়তে দেখা যায় গিলকে। ৬৫ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হননি তিনি। পেশির টানের কারণে মাঠ ছাড়তে হল গিলকে। গালের পরিবর্তে মাঠে আসেন শ্রেয়স। এদিন ৪১ বলে নিজের অর্ধশতরান পূর্ন করেন গিল। গিলের অর্ধশতরান পূর্ন হতেই উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় সারাকে। কিন্তু কে জানে বিষাদ সামনে! ৭৯-তেই ইনিংস আটকে মাঠ ছাড়তে হবে গিলকে।

২০ ওভারে ১৫০ রানের গণ্ডি টপকে ভারত যখন উচ্ছ্বসিত সেই মুহূর্তে দাড়িয়ে গরমের কারণে পেশিতে মারাত্মক টান শুভমান গিলের। পেশির টানের কারণে মাঠ ছাড়তে বাধ্য হলেন ভারতীয় ওপেনার। ৭৯ রানে রিটায়ার্ড হার্ট হলেন গিল। তাঁর জায়গায় মাঠে এলেন শ্রেয়স আইয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code