Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডাকঘরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, স্টেশনে জুতোপেটা করলেন মহিলা

ডাকঘরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, স্টেশনে জুতোপেটা করলেন মহিলা

Post office job scam
ডাকঘরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, স্টেশনে জুতোপেটা করলেন মহিলা


ডাকঘরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। দুর্গাপুর স্টেশনে অভিযুক্ত ব্যাক্তিকে দেখা মাত্রই প্রকাশ্যে চটি পেটা এক মহিলার। উত্তেজিত ঐ মহিলার হাত থেকে উদ্ধার করে জিআরপি ও আর. পি, এফ কর্মীরা।নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেন অভিযুক্ত ব্যাক্তি।






চাকরি চুরি থেকে শিক্ষা চুরি, সাম্প্রতিক সংযোজন আবার রেশন কেলেঙ্কারি এইসব দুর্নীতির প্রতিবাদে ধর্মতলায় বৃহস্পতিবার শাহী সভা করে বিজেপি। এই আবহে এবার দুর্গাপুর স্টেশনে এরকম ঘটনার সাক্ষী রইলো স্টেশনে আসা যাত্রীরা।






ঘটনাস্থল দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্ম। আচমকা এতো ভিড়ে সবাই ভিড় জমালো প্লাটফর্ম এ। সব কিছু বুঝে ওঠার আগেই এক মহিলা নিজের পায়ের জুতো দিয়ে বেধড়ক মারধর করছে এক ব্যাক্তিকে। কিন্তু কেন? প্রকাশ্যে এই মারধর??? ছুটে এলো জিআরপি কর্মীরা, ছুটে এলো রেল রক্ষী বাহিনী। তখন ঐ মহিলার কাছে জুতোপেটা খাওয়ার পর রক্তাক্ত ঐ ব্যাক্তি।




অভিযোগ, ঐ মহিলা রানীগঞ্জের বিজেপির এক কর্মী, ডাকঘরে চাকরি করে দেওয়ার নাম করে অভিযুক্ত ঐ ব্যাক্তি প্রায় দু লক্ষ টাকার মতো নিয়েছিলেন ঐ মহিলা বিজেপি কর্মীর কাছে, বছর দুয়েক আগে সেই টাকা নিলেও আজও না পেয়েছেন চাকরি না পেয়েছেন টাকা। এই দু বছর ধরে অনেক বার ফোন করেছেন অভিযুক্ত এই ব্যাক্তিকে, কিন্তু মহিলা বিজেপি কর্মীর ফোন দু একবার ধরলেও, অভিযুক্ত ব্যাক্তি এরপর ঐ মহিলার ফোন নম্বর ব্লক লিস্টে ফেলে দেন। টাকা ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন মহিলা বিজেপি কর্মী। এদিন ট্রেন ধরার জন্য রানীগঞ্জ থেকে দুর্গাপুর আসেন ঐ মহিলা বিজেপি কর্মী, সাথে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা, আচমকা অভিযুক্ত ঐ ব্যাক্তিকে দেখতে পান ঐ মহিলা, গুটি গুটি পায়ে তার সামনে পৌঁছে টাকা ফেরত চাইতে শুরু করেন, কিছুটা বেসামাল হয়ে পড়েন অভিযুক্ত ঐ ব্যাক্তি। এরপর পায়ের চটি খুলে প্রকাশ্যে অভিযুক্ত ব্যাক্তিকে মারধর শুরু করে দেন মহিল বিজেপি কর্মী। কেন ফোন ধরেননি এতদিন সেই প্রশ্ন তো ছিলই, সাথে ছিল টাকা ফেরত আর চাকরি কোথায় এই সব প্রশ্ন। আচমকা এই ধরণের অস্বস্তিকর বিড়ম্বনার মাঝে পড়ে গিয়ে বেসামাল ঐ ব্যাক্তি তখন পড়ি কি মরি কি করে ছুটছেন। বিপদ আরো না বাড়ে যাতে তার জন্য উত্তেজিত রনংদেহি ঐ মহিলার হাত থেকে বাঁচাতে ছুটে আসেন রেল রক্ষী বাহিনী ও জিআরপি কর্মীরা, কোনোক্রমে উদ্ধার করে নিয়ে যায় তাকে। নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেন অবনী মন্ডল নামে অভিযুক্ত ঐ ব্যাক্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code