আজ সূর্যের নেতৃত্বে টি২০-তে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কখন কোথায় দেখবেন ম্যাচ?

Ind vs Aus


সদ্য শেষ হল বিশ্বকাপের।‌ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারত। এদিকে আজ থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট টিম। ইতিমধ্যে ঘোষিত হয়েছে দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে আজ থেকে শুরু হবে টি২০ সিরিজ।



ভারত বনাম অস্ট্রেলিয়া T20 আন্তর্জাতিক সিরিজের ১ম টি-টোয়েন্টি ম্যাচ - ২৩ নভেম্বর, সন্ধ্যা ৭.০০, বিশাখাপত্তনম । ২য় টি-টোয়েন্টি ম্যাচ - ২৬ নভেম্বর, সন্ধ্যা ৭টা, তিরুবনন্তপুরম। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ - ২৮ নভেম্বর, সন্ধ্যা ৭টা, গুয়াহাটি। ৪র্থ টি-টোয়েন্টি ম্যাচ - ১ ডিসেম্বর, সন্ধ্যা ৭.০০, নাগপুর। পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ- ৩ ডিসেম্বর, সন্ধ্যা ৭টা, হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।



ভারতের টি-টোয়েন্টি দলে সূর্যকুমার যাদব থাকবেন অধিনায়ক, রুতুরাজ গায়কওয়াড় থাকবেন সহ-অধিনায়ক, ইশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা থাকবেন উইকেটরক্ষক, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিং , প্রসিদ্ধ কৃষ্ণ , আভেশ খান , মুকেশ কুমার।



আজ ২৩শে নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশাখাপত্তনমের ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবে টস। Sports18 and Colors Cineplex TV চ্যানেলে দেখা যাবে খেলা। পাশাপাশি জিও সিনেমাতেও দেখা যাবে।