Latest News

6/recent/ticker-posts

Ad Code

IND vs SA ODI: ওয়ানডে-তে দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক রাহুল, দলে রয়েছেন কারা?

IND vs SA ODI: ওয়ানডে-তে দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক রাহুল, দলে রয়েছেন কারা?

Ind Vs Sa


সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি২০, টেস্টের পাশাপাশি একদিনের দল ঘোষনা করলো বিসিসিআই। বিসিসিআই প্রকাশিত দলে অধিনায়কত্ব দেওয়া হয়েছে কে এল রাহুলকে। ডেভিড মিলার-মার্কো জ্যানসেনদের বিরুদ্ধে রোহিত ও বিরাট কোহলি শুধু টেস্ট সিরিজ খেলবেন। তাঁদের আপাতত সীমিত ওভারের সিরিজে দেখা যাবে না।



একদিনের ক্রিকেটে গত দক্ষিণ আফ্রিকা সফরে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রোহিতের। চোটের কারণে রোহিত না থাকায় নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। এবার অবশ্য ওয়ান ডে-তে নেতা হয়েই যাচ্ছেন রাহুল। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচ খেলবে ভারত।



ভারতের ১৬ জনের একদিনের দল: কেএল রাহুল (অধিনায়ক/উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিং, দীপক চাহার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code