ইসিএলের ডাম্পারের ধাক্কায় মৃত্যু ইসিএল কর্মীর

Road accident


অন্ডাল 

ইসিএলের ডাম্পারের ধাক্কায় মৃত্যু ইসিএল কর্মী। বাম্পারের দাবিতে জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে আন্দোলনে এলাকাবাসী। মৃত ওই সি এল কর্মীর নাম গঙ্গারাম রায়(৫৩)। অন্ডালের ভাদুর গ্রামের বাসিন্দা। 



মঙ্গলবার দুপুরে অন্ডালের ভাদুর এলাকার গঙ্গারাম রায় নামের এক ইসিএল কর্মী বাইক নিয়ে অন্ডাল মোড়ের সার্ভিস রোড হয়ে অন্ডাল বাজারের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ইসিএলের একটি ডাম্পার ধাক্কা মারে ওই বাইকে। আশঙ্কা জনক অবস্থায় গঙ্গারাম বাবুকে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎকেরা মৃত বলে ঘোষণা করে। 



ডাম্পারটি আটক করে অন্ডাল থানার পুলিশ। পলাতক চালক এবং খালাসী। তারপরেই ট্রাফিক ব্যবস্থা জোরদার এবং বাম্পারের দাবিতে জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ এবং এসিপি ট্রাফিক তুহিন চৌধুরী। এসিপি ট্রাফিক তুহিন চৌধুরী জানান স্থানীয়দের বাম্পারের দাবি রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলে যাতে বাম্পার করা যায় সেই ব্যবস্থাও করবেন। পুলিশের আশ্বাসে শেষমেষ উঠে যায় অবরোধ।