Dinhata News: দিনহাটায় সেতু ভেঙে মাঝ নদীতে আটক ডাম্পার

Dinhata News



মেঘনারায়নের কুঠির নিলকুমোর নদীর উপর বেহাল সেতু ভেঙে মাঝ নদীতে আটক ডাম্পার। 

জানা গিয়েছে গতকাল গভীর রাতে ওই বেহাল সেতু দিয়ে একটি বালি বোঝাই ওভারলোড ডাম্পার ধাপরাহাটের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় ঘটে বিপত্তি। হঠাৎ করে একটি বিকট শব্দে স্থানীয়রা বেরিয়ে এসে দেখেন যে বেহাল সেতুটি হঠাৎ করে মাঝখানে ভেঙে গিয়ে বালি বোঝাই ওভারলোডের ডাম্পারটি মাঝ নদীতে আটকে রয়েছে। 

উল্লেখ্য সংশ্লিষ্ট ওই এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া, সেই কারণে স্থানীয় মানুষের চলাচলের মূল পাকা রাস্তাটি বিএসএফ এর নিয়ন্ত্রণে থাকার দরুন সন্ধ্যা থেকে সেই রাস্তা বন্ধ হওয়ার পর মেঘনারায়নের কুঠির নিলকুমোর নদীর উপর নির্মিত এই বেহাল সেতুর উপর দিয়ে নয়ারহাট থেকে ধাপরাহাট যাওয়ার মূল রাস্তা হিসেবে ব্যবহার করে স্থানীয় মানুষজন। তবে গতকাল ওভারলোডেড বালি বোঝাই ডাম্পারটি বেহাল সেতু ভেঙে মাঝ নদীতে আটকে পড়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। 

সকাল থেকে এই খবর চাউর হতেই মাঝ নদীতে আটকে পড়া ডাম্পারটি দেখতে ভিড় জমায় স্থানীয় ও পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে ক্রেন দিয়ে প্রায় দু ঘন্টা প্রচেষ্টা চালিয়েও মাঝ নদীতে আটকে পড়া বালি বোঝাই ডাম্পার টিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।