লোকসভা ভোটে বিপদ আসন্ন বিজেপির, দিদির কংগ্রেসের হয়ে ভোট প্রচার করা উচিত ছিল: অধীর চৌধুরী

Adhir Ranjan Chowdhury


বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লক কংগ্রেসের দলীয় কার্য্যালয়ের উদ্বোধন করতে এসে কেন্দ্রের বিরোধী দলনেতা অধীর চৌধুরী বলেন, "সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে যে বিধানসভা ভোট হচ্ছে তাতে ওখানকার সাধারণ মানুষ বিজেপিকে সরাতে উদ‍্যত। 



তিনি বলেন, শুধু সময়ের অপেক্ষা, পাঁচটা রাজ্যের মধ্যে চারটি রাজ্যে আমরা জিতছি। এই ফলাফল ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বিপদ। দিল্লি ভুলে গিয়ে ঐ পাঁচ রাজ্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ভোট প্রচারে গিয়েছেন। তাদের প্রচারের একটি স্লোগান মোদিকে ভোট দাও। বিজেপি চাইছে ভারতবর্ষের মন থেকে মুছে দাও কংগ্রেসকে। তাই সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি ভুলে গিয়ে মানুষকে একজোট হয়ে বিজেপি সহ আরএসএসকে পদচ্যুত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।" 



পাশাপাশি তিনি বলেন, "মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে কিন্তু তা বাস্তবায়িত হয়নি। চন্দ্রযান চাঁদে পাঠিয়ে বিজেপি নিজের ভোট প্রচার করেছে। দেশে কে হিন্দু বেশি তার প্রতিযোগিতা চলছে। মোদি রাম মন্দির তৈরি করেছে আর দিদি দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছে। কে বড় হিন্দু তার প্রতিযোগিতা চলছে। এই সরকার গরু, কয়লা-পাথর চুরি করার পরেও বাচ্চাদের মুখের খাবার চুরি করছে।"