আবাসনে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ

Death body rescue


নিজস্ব সংবাদদাতা, কলকাতা

সাতসকালে আনন্দপুরের আবাসনে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ। মৃত্যু হয়েছে ৬০ বছরের গীতা সমাদ্দার এবং ৭৭-এর অমূল্য সমাদ্দারের। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। সকালে এই ঘটনার খবর পেয়ে আবাসনে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বৃদ্ধ দম্পতির এভাবে মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য।



নোনাডাঙার বাল্মীকি আম্বেদকর আবাসন। এদিন সকালে এখান থেকেই বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার হয়েছে। 



পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখানে থাকত সমাদ্দার পরিবার। ৭৭ বছরের অমূল্য সমাদ্দার ও ৬০ এর গীতাদেবীর দুই মেয়ে বিবাহিত। তাঁরা মাঝেমধ্যে আসতেন বাবা-মায়ের কাছে। পক্ষাঘাতে আক্রান্ত গীতাদেবী। গত ১০ বছর ধরে অসুস্থ, প্রায় শয্যাশায়ী।স্ত্রীর দেখভাল করতেন অমূল্যবাবু। কিন্তু কয়েকদিন আগে তাঁর হৃদযন্ত্রের অসুখ ধরা পড়ে। চিকিৎসকরা আজই তাঁকে পরীক্ষা করতে বলেছিলেন। কিন্তু ডাক্তারি পরীক্ষার বদলে উদ্ধার হল অমূল্যবাবুর মৃতদেহ। গোটা ঘটনার তদন্তে আনন্দপুর থানার পুলিশ।