Latest News

6/recent/ticker-posts

Ad Code

North-East Express Accident: কি করে ঘটলো দুর্ঘটনা? শুরু তদন্ত, রাতভর খোঁজ নিলেন রেলমন্ত্রী

North-East Express Accident: কি করে ঘটলো দুর্ঘটনা? শুরু তদন্ত, রাতভর খোঁজ নিলেন রেলমন্ত্রী 

Train Accident


গতকাল বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনে লাইনচ্যুত হয় নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। জানা গিয়েছে, ট্রেনটির ২১টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এদিকে ট্রেনের তিনটি এসি কামরার মধ্যে দু'টি ছিটকে পড়ে গিয়েছিল লাইনে। জানা গিয়েছে, ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চলছিল। এই ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।



দুর্ঘটনার জেরে ব্যহত রেল পরিষেবা। বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নয়াদিল্লি-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বহু ট্রেনেরই পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু ট্রেন বাতিল করা হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।



আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা জংশনের মধ্যে চলাচল করে ১২৫০৬ নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়ায়। ঘটনার পরেই উদ্ধার কার্যে হাত লাগিয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।




ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় মেডিকেল টিম। অন্যান্য যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পৌঁছায় অতিরিক্ত ট্রেন। এদিকে কীভাবে ঘটলো দুর্ঘটনা তার তদন্তে কমিটি গঠন করেছে রেল। রাতভর উদ্ধার কার্য চলে। রাত প্রায় ২টো নাগাদ রেলমন্ত্রী জানান, উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। লাইনচ্যুত প্রতিটি কামরা খতিয়ে দেখা হয়েছে। কোথাও আর কোনও যাত্রী নেই। সকাল থেকেই শুরু হবে লাইন মেরামতির কাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code