Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় খবর

Upper Primary Recruitment


দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান! স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি 6 নভেম্বর থেকে উচ্চ প্রাথমিকের জন্য কাউন্সেলিং শুরু করতে চলেছে। এসএসসি সূত্রে জানা গেছে যে এই কাউন্সেলিংয়ে অংশ নিতে আগ্রহী চাকরিপ্রার্থীরা কেবল এই রাজ্য থেকে নয়, অন্যান্য রাজ্য থেকেও আসবেন এমনকি বিদেশ থেকেও।



আদালত নির্দেশ দিয়েছে, স্কুল সার্ভিস কমিশন চাইলে কাউন্সেলিং করতে পারে। অর্থাৎ মেধা তালিকায় কে কোন স্কুলে যাবে তার বাছাই প্রক্রিয়া শুরু করতে পারে কমিশন। তবে তাদের সুপারিশপত্র দেওয়া যাবে না এমনটাই নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতোই শুরু হতে চলেছে কাউন্সেলিং।



পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে 6 নভেম্বর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এটি 2 ডিসেম্বর পর্যন্ত চলবে। এসএসসি জানিয়েছে কালীপুজোর আগে পাঁচদিন কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। আবার ভাইফোঁটা, ছটপুজোর পর ফের ২২ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত কাউন্সেলিং চলবে। নভেম্বর মাসে, ৬, ৭, ৮, ৯, ১০, ২২, ২৩, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০ নভেম্বর ও ১ এবং ২ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রিপোর্টিং টাইম সকাল ন'টা।




উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসেই অনুষ্ঠিত হবে। ঠিকানা হল: West Bengal Central School Service Commission Office, 2nd Campus Block: DK-7/2. Sector-II. Salt Lake, Kolkata 700091 Lake, Kolkata-700091).



স্কুল সার্ভিস কমিশন ১৩,৩৩৯ জনের মেধা তালিকা প্রকাশ করেছে। ২০১৪ সাল থেকে, উচ্চ প্রাথমিকের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। এই নিয়োগে ১৪ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। এর আগে নিয়োগের জন্য তৈরি মেধা তালিকা প্রকাশ করা হলেও দুর্নীতির অভিযোগে তা বাতিল করা হয়। নতুন করে ইন্টারভিউ নেওয়ার পর আবারও প্যানেল প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় শিক্ষক সংকটে পড়েছে বিদ্যালয়গুলো। চাকরি প্রত্যাশীদের দাবি অবিলম্বে বিদ্যালয়ে যাওয়ার যোগ্য প্রার্থীদের মনোনয়নপত্র (যোগদান) দিয়ে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হোক।



যদিও স্কুল সার্ভিস কমিশন (WBSSC) বলেছে, কাউন্সেলিং মানেই চাকরি নয়। কাউন্সেলিং এর দিন সুপারিশপত্র দেওয়া হবে না। প্রার্থীরা শুধুমাত্র তাদের স্কুল নির্বাচন করতে পারেন। মামলা চলছে। ফলে আদালতের নির্দেশ অনুযায়ী সুপারিশপত্র দেওয়া হবে। আদালতের নির্দেশ অনুযায়ী কমিশন এগোবে।