Jawan: কৃষ্ণ জন্মাষ্টমীর সকালে মুক্তি পেলো শাহরুখের জওয়ান
অপেক্ষার প্রহর শেষে আজ ভোর বেলায় মুক্তি পেলো শাহরুখ খানের (Shah Rukh Khan) জওয়ান (Jawan) সিনেমা। ভোরের আলো ফুটতেই বড় পর্দায় কিং খানকে স্বাগত জানাতে ভক্তদের ভিড় প্রেক্ষাগৃহে । অ্যাটলি পরিচালিত ও শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি জওয়ান সারা ভারত জুড়ে হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও আজ এই ছবি (Jawan) মুক্তি পেয়েছে।
দর্শকদের চাহিদা ও ভালবাসায় দেশের বিভিন্ন কোণায় কোথাও ভোর ৫ টা অথবা কোথাও সকাল ৬টা থেকেই শুরু হয়েছে জওয়ানের (Jawan Cinema) প্রদর্শন। তবে সকাল হলেও ভক্ত অনুরাগীদের উন্মাদনায় কোন খামতি নেই।
শাহরুখের (Shah Rukh Khan) ফ্যানেদের আজ ভোর বেলায় মিছিল করে সিনেমা (Jawan Cinema) হলে যেতেও দেখা গেছে।
Finally it's #JawanDay 😍🥳
— 𝘽𝙐𝙉𝙉𝙔 𝙎𝘼𝙄 (@Bunny_Sai046) September 7, 2023
Best wishes For The Team #Jawan @Atlee_dir @iamsrk @anirudhofficial #Nayanthara From #AlluArjun𓃵 Fans #Jawaan #Atlee #ShahRukhKhan𓃵 #JawanFirstDayFirstShow #JawanReview pic.twitter.com/Kp2HvwSSni
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊