Rain and Weather Forecast: আবারও বৃষ্টি, সুন্দরবন এলাকায় শুরু প্রবল বজ্রপাত, প্রভাব উত্তরবঙ্গেও


Rain and Weather Forecast:



পূর্বাভাস মতো ২৬ সেপ্টেম্বরে মায়ানমার ও পূর্বমধ্য বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিলো, তার ফলে তৈরি হল নিম্নচাপ। পশ্চিম প্রশান্ত মহাসাগর সংলগ্ন থাইল্যান্ড ও মায়ানমার উপকূলে নিম্নচাপটি সৃষ্টির পর কিছুটা গতি হারালেও সেটি আবারও শক্তি সঞ্চয় করছে। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হয়েছে।




বর্তমানে নিম্নচাপটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী দুই দিনের মধ্যেই প্রবেশ করবে বঙ্গে। যেটির গতিপথ উত্তর-পশ্চিম দিকে ক্রমশ সড়ছে। আগামী ২৯-৩০ সেপ্টেম্বরের মধ্যেই উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল হয়ে প্রবেশ করবে । ইতিমধ্যে সুন্দরবন এলাকায় প্রবল বজ্রপাত শুরু হয়েছে এই নিম্নচাপের ফলে।




আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই চব্বিশপরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া , মুর্শিদাবাদ, বীরভূম । ২৯ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্ত অঞ্চল জুড়ে। ৩০ সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ বৃদ্ধি পাবে। সেই সাথে উপকূলীয় কিছু অংশে আনুমানিক ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে।


এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গেও। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কিছু কিছু অংশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


ওড়িশা, বিহার, ঝাড়খন্ড এবং বাংলাদেশও নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে। মূলত হালকা থেকে মাঝারি এবং কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন ও উত্তর-পশ্চিম শুষ্ক বায়ু প্রবেশের কারণে ২৫ শে সেপ্টেম্বর উত্তর-পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। সেই সঙ্গে দ্রুত বেগে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সমগ্র উত্তর-পশ্চিম রাজ্যগুলো রাজস্থান দিল্লি জম্মু-কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ থেকে বিদায় নেবে মৌসুমী বায়ু। আমাদের রাজ্যে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা ১৫ থেকে ২০ অক্টোবর। তবে বঙ্গোপসাগরে পরবর্তী নিম্নচাপ সৃষ্টি হলে কিছুটা দেরী হবে।