Know Your Police Station: দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে নয়া কর্মসূচী 

Know Your Police Station



আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুলিশের দ্বারা এক নতুন কর্মসূচি নেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে "Know Your Police Station "। যেখানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিজ এলাকার থানা এবং ফাঁড়িতে গিয়ে পুলিশের কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে অবগত হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে সালানপুর থানার অন্তর্গত কল্যানেশ্বরী ফাড়িতে আসে ডিভিসি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের এদিন ফাঁড়িতে পুলিশের কাযক্রম নিয়ে অবাগত করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি। তিনি পুলিশের কি কাজ কিভাবে তারা ক্রাইম নিয়ে কাজ করেন। তাছাড়া সারা দিনের তাদের কাজের ও জীবনযাপন নিয়ে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন। তাছাড়া তিনি ছাত্রছাত্রীদের এলাকার অপরাধ এবং অপরাধীদের নিয়ে বিস্তৃনভাবে ব্যাখ্যা করেন। সঙ্গে তাদের অফিস, মালখানা, হাজত সহ সমস্ত ফাঁড়ি প্রাঙ্গনটি ঘুরিয়ে দেখান।

সর্ব শেষে ছাত্রছাত্রীদের হাতে তুলেদেন চকলেট ও পেন। এদিন থানা আধিকারিক অমিত কুমার হাটি জানান এই ছাত্রছাত্রীরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ। এদের মধ্যেই আগামী দিনে কেউ পুলিশ বা ডাক্তার সহ বিভিন্ন পেশায় যুক্ত হবে। তাই তাদের আগে থেকে জানা উচিত পুলিশ কিভাবে তাদের কাজ করে।