Latest News

6/recent/ticker-posts

Ad Code

Anganwadi Worker : ডিজিটাল স্ট্রাইকের পথে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা

Anganwadi Worker : ডিজিটাল স্ট্রাইকের পথে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা

Anganwadi Worker



সাম্মানিক ভাতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দাবি নিয়ে জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মি সহায়িকা কল্যাণ‌ সমিতির সদস্যরা। দার্জিলিং ও জলপাইগুড়ির কর্মিরা মিছিল ও বিক্ষোভ আন্দোলনের মধ্য দিয়ে ২৫ দফা দাবি তুলে ধরেন। দাবী মানা না হলে আগামী মাস থেকে ডিজিটাল স্ট্রাইকের পথে হাততে চলেছেন তারা।

এই সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রকল্প আধিকারিকের মাধ্যমে পাঠানো হয় রাজ্যের‌ নারী ও শিশু কল্যাণ‌ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে মূলত শিশু ও মায়েদের পরিষেবা প্রদান করা হয়। অবিলম্বে কেন্দ্রগুলোতে নতুন শিক্ষানীতি চালু‌ করার দাবি জানানো হয়। এছাড়া সাম্মানিক ভাতা বাড়ানো, পেনশন গ্র্যাচুইটি‌ সহ আরও কিছু দাবি নিয়ে জোরদার আন্দোলন শুরু করেছেন অঙ্গনওয়াড়ি কর্মি ও সহায়িকারা। এমনকি মোবাইলের জন্য অর্থ বরাদ্দ থাকা‌ সত্ত্বেও‌ এখন‌ও‌ তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সামগ্রিক মানোন্নয়ন, কর্মী ও সহায়িকাদের শূন্যপদ পূরণ, শিশুদের খাদ্যসামগ্রী সহ অন্যান্য জিনিসের মানোন্নয়নের দাবিতে স্লোগান তোলেন তারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে খাদ্যসামগ্রীর মানোন্নয়ন, শূন্যপদে সহায়িকা ও কর্মী নিয়োগ সহ মোট ২৫ দফা দাবিতে সরব হন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী‌ সভাপতি মৌসুমি‌ ঘোষ বলেন, নতুন শিক্ষানীতি চালু‌ না হ‌ওয়ায় সহায়িকা ও কর্মিরা প্রমোশন থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে কর্মীর অভাবে ধুকছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code