National Sports Day : জানেন কার জন্মদিনে পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস ?
জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day) সারা ভারত জুড়ে 29শে আগস্ট পালিত হয়। এটি কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়, যিনি 1905 সালের 29শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। প্রতিটি ব্যক্তির জীবনে খেলাধুলা এবং খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর এই দিবসটি উদযাপিত হয়।
1905 সালের 29 সে আগস্ট এলাহাবাদ এ জন্ম গ্রহণ করেন তিনি। তার বাবা সেনাবাহিনী তে চাকরি করতেন । সেই সূত্রে ছোটবেলাতেই ঝাঁসি তে চলে আসেন তারা। তার বাবা সেনাবাহিনী তে নিয়মিত হকি খেলতেন। ধ্যান চাঁদ ছোটবেলা তে চাননি যে তিনি বড়ো হয়ে হকি খেলোয়াড় হবেন । বরং তিনি খেলাধুলার মধ্যে পছন্দ করতেন কুস্তি কেই ।
1921 সালে মাত্র 16 বছর বয়সেই সেনাবাহিনী তে যোগ দেন তিনি। তার হকি খেলা শুরু হয় মোটামুটি সেখান থেকেই।
1928, 1932, 1934 সালের অলিম্পিকে হকি তে সোনা জিতে হ্যাট্রিক করে ভারতীয় দল । যার মধ্যে বেশিরভাগই অবদান ছিলো ধ্যান চাঁদের ।
1932 সালে লসএঞ্জেলস অলিম্পিকে ভারত আমেরিকা কে 28 - 1 ব্যাবধানে , আর জাপানকে 11 - 1 ব্যাবধানে হারিয়েছিল ।
1936 সালে বার্লিন অলিম্পিক যেন ছিল ধ্যান চাঁদের সময়। সেই সময় বার্লিনে সারা শহর জুড়ে ধ্যান চাঁদের পোস্টার দেওয়া ছিলো। সেমিফাইনালে ফ্রান্স কে ভারত হারিয়েছিল 10 - 1 গোলে । যার মধ্যে 4 টি গোল ই ছিল ধ্যান চাঁদের । ফাইনাল ম্যাচ ছিল জার্মানির সাথে ,খেলা টি পড়েছিল 15 ই আগস্ট ,তা নিয়ে নানা মতান্তর ও হয়েছিল । 40 হাজার দর্শক এর মধ্যে ম্যাচ টি দেখতে এসেছিলেন স্বয়ং রাষ্ট্র নায়ক হিটলার। ম্যাচটির প্রথমটিতে 1 টি ও গোল করতে পারেনি ভারত ,তখন সবাই মনে করেছিল বার্লিন অলিম্পিকের কাপ টি জার্মানির ঘরে উঠতে চলেছে। খেলার দ্বিতীয় অধ্যায়ে সেই স্বপ্ন চুরমার করে দিয়েছিল ধ্যান চাঁদের দুর্দান্ত পারফরম্যান্স । তিনি খালি পায়েই খেলে ছিলেন পরের খেলাটি । 8 - 1 গোলে জার্মানি কে পরাজিত করেছিল ভারত ।
তাকে মেডেল পরিয়ে পুরষ্কৃত করেন রাষ্ট্র নায়ক হিটলার । তার পর স্টেডিয়ামে থেকে জিজ্ঞাসা করেন হিটলার, ভারতে কি করেন তিনি ? ধ্যান চাঁদ বলেন ভারতের সেনাবাহিনীতে যুক্ত তিনি । তারপর হিটলার তাকে জার্মানির সেনাবাহিনীতে উচ্চ পদের জন্য আমন্ত্রণ জানান । তবে ধ্যান চাঁদ তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন । তার আত্মজীবনী " গোল " বইটিতে এই ঘটনার কথা লিপিবদ্ধ আছে ।
ধ্যানচাঁদ তার জীবনের 22 বছর যুক্ত ছিলেন হকির সাথে । 1926 থেকে 1948 সাল পর্যন্ত । তার নাম আদৌ ধ্যান চাঁদ নয় , আসলে তার নাম ছিল ধ্যান সিং , তিনি এতটাই খেলার জন্য সাধনা করতেন যে তিনি রাতের বেলা তেও প্র্যাকটিস করতেন । সেই কারণে তার সতীর্থ রা তার নামের সাথে চাঁদ যোগ করে। আর ধ্যান সিং জনপ্রিয় হয়ে ওঠেন ধ্যান চাঁদ নামে ।
1948 সালে হকি থেকে অবসর নেন তিনি । অবসরের পর কোচিং শুর করেন তিনি। পাতিয়ালা তে জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান দায়িত্ত্ব পালন করেন তিনি। নয়া দিল্লিতে তার নামে একটি জাতীয় হকি স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হয়। ঝাঁসি তে তার নামেই রয়েছে জাতীয় হকি একাডেমি । 1979 সালের 3 ডিসেম্বর মারা যান তিনি ।
খেলার জগতের প্রতিটি খেলোয়াড় দের জীবনে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। এই বিশেষ দিন টিতেই অর্জুন, দ্রোনাচার্জ, রাজীব খেলরত্ন, ধ্যান চাঁদ পুরস্কার বিতরণ করা হয়।
তাছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে , স্কুলে এই দিনটি (National Sports Day) পালন করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊