মনিপুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জেলা কংগ্রেসের 

East Burdwan


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- 

মনিপুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের।



মনিপুরের ঘটনায় উত্তাল গোটা দেশ। নারীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না মোদি সরকার, এই অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্র সরকারকে আক্রমণ করে চলেছে রাজ্যের বিরোধী দল গুলো। এই ঘটনায় সারাদেশের পাশাপাশি মনিপুরের ঘটনায় বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে, বুধবার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বি সি রোডের জেলা কার্যালয়ে থেকে কার্জন গেট পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি কার্জন গেট চত্বরে এক প্রতিবাদ সভারো আয়োজন করে জেলা কংগ্রেস নেতৃত্ব।



পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের নেতৃত্বরা জানান, মণিপুরে যে পাশবিক ঘটনা ঘটেছে সেই ঘটনায় সারা দেশের মাথা হেট হয়ে গেছে। দুটি সম্প্রদায়ের জাতির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক বিজেপি ভোটের রাজনীতি করতে চাইছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। শুধু মণিপুর নয় দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি যাতে সারাদেশে মহিলারা সুরক্ষিত থাকেন। নারীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকার। এই প্রতিবাদ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের চেহারা নেবে।